আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ এর জানুয়ারি, হোয়াইট হাউসে ক্ষমতা নিয়ে, বলা ভাল ক্ষমতা হয়েই ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর থেকেই নজরে তাঁর পদক্ষেপ। কোন বিষয়ে তিনি কী বলছেন, কী ভাবছেন, বিশ্বের নজর সেদিকে। ইতিমধ্যে বারবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে তাঁকে বিচিলত থাকতে দেখা গিয়েছে।
এবার ট্রাম্পের নজর ইয়েমেনে। অর্থাৎ নজর পশ্চিম এশিয়ার দিকে। শনিবারই ইয়েমেনের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্রাম্পের নির্দেশের পরেই সেখানে লাগাতার বোমাবর্ষণ চালায় আমেরিকা। হামলায় সেখানে অন্তত ২১ জনের প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে মহিলা-শিশুর।
ইয়েমেনে ট্রাম্পের নির্দেশ ছিল মূলত হুথিদের উপর হামলা চালানোর। অভিযোগ ‘হুথি’, এই সশস্ত্র গোষ্ঠী মুলত ইরান সমর্থিত। অভিযোগ, সাগর ঘেরা ইয়েমেনের হুথিরা মূলত ক্রমাগত বাধা দেয় বাণিজ্যে। বাণিজ্য-জাহাজে আক্রমণ চালায় তারা। গাজা-যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল-লোহিত সাগরের চলাচলকারী জাহাজে বারবার হামলা চালিয়েছে হুথিরা।
ট্রাম্প বারবার এই বাণিজ্য-জাহাজে হামলা চালানো বন্ধ করতে বলেছেন। সেই কারণেই এই হামলা। হুথিদের উপর যেমন হামলা চালিয়েছে আমেরিকা, একই সঙ্গে ইরানকেও সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর সাফ বক্তব্য, হুথিদের সমর্থন বন্ধ করতে হবে ইরানকে। ইরান থেকে আমেরিকার উপর কোনও হুমকি এলে তার ফল একেবারেই ভাল হবে না ইরানের জন্য, সেই সতর্কবার্তাও দিয়ে রেখেছেন স্পষ্টভাবে।
আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, সানা এবং নর্দান সাদা মিলিয়ে আমেরিকার হামলায় প্রাণ গিয়েছে অন্তত ২১ জনের। আহত বহু।
