আজকাল ওয়েবডেস্ক: উইসকনসিনের এক ১৭ বছর বয়সী কিশোর, নিকিতা কাসাপ, তার মা ও সৎ বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত একটি ফেডারেল ওয়ারেন্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—এই হত্যাকাণ্ডের পেছনে তার মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা এবং সরকারকে উৎখাত করা।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, কাসাপ ফেব্রুয়ারিতে মিলওয়াকির কাছে তাদের বাড়িতে তার মা তাতিয়ানা কাসাপ (৩৫) এবং সৎ বাবা ডোনাল্ড মেয়ার (৫১)-কে গুলি করে হত্যা করে এবং কয়েক সপ্তাহ ধরে লাশগুলো ঘরে রেখে দিয়ে একই বাড়িতে থাকত। এরপর সে প্রায় ১৪,০০০ ডলার নগদ টাকা, পাসপোর্ট ও পারিবারিক কুকুর নিয়ে পালিয়ে যায়। তাকে মার্চ মাসে কানসাসে আটক করা হয়।

এফবিআই-এর মতে, কাসাপ একটি হিটলার-পন্থী ঘৃণাত্মক ম্যানিফেস্টো লিখেছিল যেখানে ট্রাম্পকে হত্যার ও যুক্তরাষ্ট্র সরকারের পতনের আহ্বান জানানো হয়। সে টেলিগ্রাম এবং টিকটকের মাধ্যমে অন্যদের সঙ্গে এই পরিকল্পনা শেয়ার করেছিল এবং ইউক্রেনে পালানোর পরিকল্পনাও করছিল।

বর্তমানে কাসাপ ১ মিলিয়ন ডলার জামিনে ওয়াকেশা কাউন্টি জেলে আটক রয়েছে। মে মাসে তার আদালতে হাজিরা আছে।