আজকাল ওয়েবডেস্ক : নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইলন মাস্ক। সম্প্রতি তিনি এমন এক সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, যেখানে মাত্র ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছানো সম্ভব হবে।
এই ভাবনাটি বাস্তবায়িত হতে পারে স্পেসএক্স-এর স্টারশিপ প্রযুক্তির মাধ্যমে, যা পৃথিবীর যেকোনো দুই প্রান্তের মধ্যে অতিদ্রুত যাতায়াতের জন্য নকশা করা হয়েছে। এই প্রযুক্তি সাবঅরবিটাল মহাকাশযানের ব্যবহার করবে, যা অভাবনীয় গতিতে দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
মাস্কের এই ধারণা এখনো পরিকল্পনার প্রাথমিক স্তরে রয়েছে, তবে এটি বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবস্থায় বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছে। দীর্ঘ ভ্রমণের সময়কে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলিকে আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত করার সম্ভাবনা তৈরি হচ্ছে।
তবে, নিরাপত্তা, খরচ এবং পরিকাঠামো নিয়ে নানা প্রশ্ন এখনো রয়ে গেছে। যদি এটি সফল হয়, তাহলে ভ্রমণের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে মহাদেশীয় ভ্রমণ ঘরোয়া ফ্লাইটের মতো সহজ হয়ে উঠতে পারে।
এই বিষয়ে ইলন মাস্ক বলেন, গোটা বিশ্বকে একসঙ্গে জুড়ে দেওয়া এখন তার প্রধান কাজ। নিজের প্রতিষ্ঠানকে সেই কাজ করার জন্য তিনি এগিয়ে দিয়েছে। অতি দ্রুত এই সব সম্ভাবনা বাস্তবে রূপ নেবে। যেভাবে তিনি এবং তার টিম কাজ করছে তাতে এই স্বপ্ন খুব দ্রুত বাস্তব হবে।
প্রসঙ্গত ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষের বাস করা নিয়েও কথা বলেছেন। তার মতে আগামী সময় মানুষ মঙ্গলে গিয়ে বাস করবে। সেখানে হবে সবার পরবর্তী ডেস্টিনেশন।
