আজকাল ওয়েবডেস্ক: বিগ বসের দশম সিজনে সাধারণ প্রতিযোগী হিসেবে এসেছিলেন। সেই একটা অনুষ্ঠানই জীবন বদলে দিয়েছিল নীতিভা কউলের। পরবর্তীকালে ইনফ্লুয়েন্সার হয়ে ফের শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এবার টেলিভিশন স্ক্রিনে নয়, বরং বরফে ঢাকা এক পর্বতের চূড়ায় চড়ে রীতিমত ভাইরাল হয়েছেন নীতিভা। সম্প্রতি, তিনি পোল্যান্ডের মাউন্ট স্নেজকা পাহাড়ে শুধুমাত্র শর্টস ও স্পোর্টস ব্রা পরে উঠে পড়েন। তাঁর সেই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। ৩২ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরের এই অভিযান কোনও সোশ্যাল মিডিয়া স্টান্ট নয়, বরং এটি ছিল একটি পরিকল্পিত শারীরিক ও মানসিক প্রশিক্ষণ।

তিনি অংশ নিয়েছিলেন পোল্যান্ডে অনুষ্ঠিত একটি বিশেষ মেথড এক্সপিডিশনে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন অংশগ্রহণকারী এসেছিলেন। জানা গিয়েছে, এই অভিযানের মূল ভিত্তি মূলত তিনটি স্তম্ভের ওপর গড়ে উঠেছে। তার মধ্যে রয়েছে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, মানসিক দৃঢ়তা এবং ঠান্ডার নিয়ন্ত্রিত সংস্পর্শ। নীতিভা ভিডিওতে জানান, এটি ছিল তাঁর জীবনের ‘সবচেয়ে চরম’ অভিজ্ঞতা। ভিডিওতে দেখা যায় বরফে ঢাকা পথ, তুষারপাত, হিমাঙ্কের নিচে তাপমাত্র। কিন্তু কোনও শীতবস্ত্র ছাড়াই তিনি ও তাঁর সঙ্গীরা হেঁটে চলেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হিসেবে নীতিভা বলেন, ‘আমাদের দলের একজনও অসুস্থ হয়নি বা হাল ছাড়েনি’।
বরং তিনি মনে করেন, এই ঠান্ডা তাদের আরও বেশি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করেছে। তিনি বলেন, ‘যখন আমরা সঠিক উদ্দেশ্য নিয়ে, গভীরভাবে নিঃশ্বাস নিয়ে, ‘আমি পারব’ এই মানসিকতা নিয়ে এগোই, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। এমনকি অর্ধনগ্ন অবস্থায় পাহাড়ে চড়াও’। উল্লেখ্য, এই বিশেষ মেথড বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, মানসিক চাপ কমানো এবং মনোবল বৃদ্ধির জন্য কার্যকর বলে বিশ্বাস করা হয়। নীতিভার এই সাহসী প্রচেষ্টা এবং মানসিক দৃঢ়তা এখন নেটপাড়ার নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
