আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ। শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপির ছয় বিধায়ক সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু ধামাখালিতে শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। শুরু হয় বচসা। এরপর রাস্তায় বসেই অবস্থান–বিক্ষোভ শুরু করেন শুভেন্দু। পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দেন। শুভেন্দু জানান, তিনি একঘণ্টা অবস্থান করবেন। তারপর কলকাতা ফিরে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়ে। এর কিছুক্ষণ পরেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয়। তবে হাইকোর্ট জানিয়েছে, কোনও দলীয় কর্মী বা সমর্থক শুভেন্দুর সঙ্গে সন্দেশখালি যেতে পারবেন না। এলাকায় যেন কোনও শান্তিভঙ্গ না হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এদিকে, সিপিএম নেত্রী বৃন্দা কারাতকেও এদিন সন্দেশখালি যাওয়ার পথে আটকে দেয় পুলিশ। পরে অবশ্য তিনিও সন্দেশখালি যান।
