আজকাল ওয়েবডেস্ক: ফের বিশ্ব মঞ্চে জয়জয়কার বাংলার। সরকার পোষিত দুই স্কুলে বিরাট সাফল্যের মুকুট। দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় বিরাট জায়গা করে নিয়েছে যাদবপুরের দুই স্কুল। সম্প্রতি সেই তালিকা এল প্রকাশ্যে।
‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে রাজ্যের সরকার পোষিত দু'টি ডে স্কুল। দেশের মধ্যে ১২ নম্বর স্থানে রয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। সেই তালিকায় ২৩ নম্বর রয়েছে যোধপুর পার্ক বয়েজ। প্রথম ৩০ স্কুলের তালিকায় জায়গা দখল করেছে কলকাতার দু'টি নামী স্কুল। যা রাজ্যের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
বেসরকারি স্কুলের তালিকাতেও প্রথম দিকেই রয়েছে রাজ্যের আরও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভিন্টেজ বা প্রাচীন বয়েজ ডে স্কুল র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে কলকাতার আরও একাধিক স্কুল। চতুর্থ স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স, পঞ্চম স্থানে রয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ, সপ্তম স্থানে রয়েছে ক্যালকাটা বয়েজ। একাদশ স্থানে রয়েছে আরও দু'টি স্কুল। সেন্ট জেমস এবং সেন্ট লরেন্স স্কুল একাদশ স্থানে রয়েছে।
আরও পড়ুন: বাজি পোড়ানো যাবে না দিওয়ালিতে, মাটির প্রদীপই ভরসা! গোটা রাজ্যে বড় ঘোষণা, নিয়ম ভাঙলেই শাস্তি
পাশাপাশি ভিন্টেজ গার্লস ডে স্কুল র্যাঙ্কিংয়েও দেশের মধ্যে প্রথম তিনের মধ্যে জায়গা করেছে কলকাতার দু'টি শিক্ষাপ্রতিষ্ঠান। এই তালিকায় বাংলার আরও একাধিক স্কুল রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লরেটো হাউজ মিডলটন এবং তৃতীয় স্থানে রয়েছে লা মার্টিনিয়ার ফর গার্লস। এই তালিকায় ত্রয়োদশ স্থানে রয়েছে দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট, সপ্তদশ স্থানে রয়েছে গোখেল মেমোরিয়াল। ২১ নম্বরে রয়েছে ক্যালকাটা গার্লস এবং ২৪ নম্বর স্থানে রয়েছে বউবাজার লরেটো।
অন্যদিকে বয়েজ ডে স্কুল র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের মধ্যে রয়েছে বাংলার দু'টি স্কুল। তৃতীয় স্থানে রয়েছে হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ। চতুর্থ স্থানে রয়েছে ডন বসকো পার্ক সার্কাস। এই তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক স্কুল। নবম স্থানে রয়েছে হাওড়ার অগ্রসেন বয়েজ স্কুল। ষোড়শ স্থানটি দখল করেছে কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন।
কলকাতার লক্ষ্মীপৎ সিংহানিয়া কো-এড ডে স্কুল হিসেবে ৯ নম্বরে রয়েছে। কলকাতার মডার্ন হাই স্কুল সার্বিকভাবে গার্লস স্কুলের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর র্যাঙ্কিংয়ে রাজ্য সরকার পোষিত ডে স্কুলের তালিকায় প্রথম দশের মধ্যে দিল্লির চারটি স্কুল, চণ্ডীগড়ের তিনটি স্কুল এবং ওড়িশার একটি স্কুল রয়েছে।
