আজকাল ওয়েবডেস্ক: সোনার দাম এই সপ্তাহের শুরু থেকেই অনেকটাই দাম বাড়তে শুরু করেছে। প্রতিদিনই বেশ কিছুটা করে দাম বেড়ে চলেছে সোনার। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু রুপোর দাম বাড়ছে না। রুপোর দাম প্রতিদিনই কমছে। রুপো এখন অনেক সস্তায় পাবেন। তবে সোনা কিনতে বেশি খরচ হবে। 


শুক্রবার ২২ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৭,২২৫ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৭,৮০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২,২৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭,২২,৫০০ টাকা।


শুক্রবার ২৪ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৭,৮৮২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৬৩,০৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৮,৮২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭,৮৮,২০০ টাকা।


শুক্রবার ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৫,৯১২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৪৭,২৯৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৯,১২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৫,২১,২০০ টাকা। 


শীত পড়ে গিয়েছে, আর এই সময়েই পরপর বিয়ের দিন রয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য এই সময়টা সেরা সময়। আর তাই এই সময়ে সোনার চাহিদাও বাড়ে, ফলে দাম বাড়তে শুরু করে। একেক রাজ্যে দাম কিন্তু বদলে বদলে যায় অনেকটাই। 


আসলে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যখন মার্কিন ডলারের মূল্য অন্যান্য দেশের মুদ্রার তুলনায় বেড়ে যায় তখন সোনার দাম কমতে থাকে। তার কারণ হল, তখন ক্রেতা দেশগুলিকে সোনা কিনতে বেশি দাম দিতে হয়। তার ফলে সোনা ক্রয়কারী দেশগুলি তাদের সোনা কেনা কমিয়ে দেয়। আর অর্থনীতির নিয়ম অনুসারে, চাহিদা কমে গেলে , স্বাভাবিকভাবেই সোনার দাম কমে যায়।