আজকাল ওয়েবডেস্ক: কলকাতার ভোর মানেই কর্পোরেশনের বাঁশির আওয়াজে ঘুম ভাঙা। সেই চেনা সুর এবার ইতিহাস হতে চলেছে। শহরের পথে পথে শোনা যাবে নতুন এক আওয়াজ। গানের তালে তালে বাড়ি থেকে আবর্জন সংগ্রহ করতে আসবে কলকাতা পুরসভার গাড়ি! এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

শহরবাসীর সকালকে আরও আনন্দময় করতে এবং কলকাতা পুরসভা শহরের প্রতিটি বাড়ি থেকে প্রত্যহ বর্জ্য সংগ্রহ প্রক্রিয়ায় নতুনত্ব আনতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে বলেই পুরসভা সূত্রের খবর। জানা গিয়েছে, কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে ব্যবহৃত ব্যাটারিচালিত ময়লা তোলার গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানোর পরিকল্পনা নিয়েছে। এই সাউন্ড বক্সে বাজবে পরিচ্ছন্নতা বিষয়ক গান ও বিশেষ বার্তা। শহরকে পরিষ্কার রাখার আহ্বান জানাবে সেই সুর। পুর কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরে চলা বাঁশির একঘেয়েমি শহরবাসীর কানে ঝালাপালা ধরিয়ে দিয়েছে। তাই এবার সেই বাঁশির জায়গায় আসছে সুরেলা সকাল।

আরও পড়ুন: 'জাস্টিস ফর প্রদীপ কর', আগরপাড়ায় অভিষেকের গলায় নয়া স্লোগান! কাল মিছিল তৃণমূলের

কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রথমে কয়েকটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ‘গান-বাজানো’ গাড়ি চলবে। গাড়িটি সপ্তাহে তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করবে। বাকি গাড়িগুলিতেও ভবিষ্যতে পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা যেতে পারে বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। যেসব এলাকায় ময়লা তোলার হার তুলনামূলকভাবে কম, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প শুরু করা হবে। পুর কর্তৃপক্ষের আশা, গানের সুরে নাগরিকদের উৎসাহ আরও বাড়বে। তাঁরা প্রতিদিনই পুরসভার গাড়িতে নিয়মিত ময়লা জমা দেবেন।

এর আগে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের প্রচারে গানের ব্যবহার করে সাফল্য পেয়েছিল কলকাতা পুরসভা। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগানো হচ্ছে বর্জ্য পদার্থ সংগ্রহের ব্যবস্থাপনায়। প্রশাসনিক মহলও নতুন উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছে।

কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, “শহরবাসীর মনে সচেতনতার বার্তা পৌঁছতে গান একটি কার্যকর মাধ্যম। বাঁশির একঘেয়ে শব্দের বদলে সুরেলা সকালই হবে কলকাতার পরিচ্ছন্ন ভবিষ্যতের প্রতীক।”

নতুন এই সিদ্ধান্তে খুশি অনেকেই। দক্ষিণ কলকাতার এক বাসিন্দা  বলেন, “প্রতিদিন ভোরে বাঁশির শব্দে বিরক্ত লাগত। এবার যদি গান শুনে দিন শুরু হয়, খারাপ লাগবে না মোটেই। উল্টে বিষয়টা বেশ ভালই লাগবে।”

কলকাতা পুরসভার শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন মিললেই খুব শিগগিরই শহরের পথে নামবে সেই সুরেলা গাড়িগুলি। আর তখন কলকাতার সকাল আর পূর্বের মতো একঘেঁয়ে বাঁশির আওয়াজে নয়, গানের তালে তালে বাজবে ‘পরিচ্ছন্ন কলকাতা’র নতুন সুর, এমনটাই কলকাতা কর্পোরেশন সূত্রে খবর।