আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হল। রবিবার রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। সোমবারও এই পরিবেশ বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সোমবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও আগামী চারদিন ধরে এমন পরিবেশ থাকবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির, সিকার, ওরাই, সিন্ধি, রাঁচির উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। এই এলাকায় নিম্নচাপের অবস্থানও রয়েছে। এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। সোমবার এই ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি গতি পেয়ে গাঙ্গেয় পশ্চিমে ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কয়েকটি জেলায়। সোমবার ভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানের বেশ কয়েকটি অংশে।
উত্তরেও আগামী তিনদিন ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এর জেরে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
