আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু। মৃতের স্ত্রীর অভিযোগ, স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে, মৃতের দিদির অভিযোগ, ভাইকে খুন করা হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতার পদ্মপুকুর এলাকায়। মৃতের নাম বিকি মল্লিক (৩৯)। বিকির স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিকের সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। তার জেরেই এই ‘খুন’ বলে দাবি মৃতের পরিবারের।
বিকি মল্লিক বালিগঞ্জের পদ্মপুকুর রোড এলাকার একটি বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাতে বিকির দিদি সোনা মাহাতোর কাছে খবর আসে ভাই গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। দ্রুত তিনি ওই বাড়িতে পৌঁছে দেখেন ঘরের মধ্যে ভাইয়ের দেহ নামানো অবস্থায় রয়েছে! বিষয়টি দেখে সন্দেহ হয় সোনা মাহাতোর। বালিগঞ্জ থানায় খবর যায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে সোনা মাহাতোর তরফে খানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ, বিকির স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে এক যুবকের পরকীয়ার সম্পর্ক আছে। সেই কথা বিকি জানতে পারার পর স্বামী–স্ত্রীর মধ্যে তুমুল অশান্তিও হয়েছিল। তবে স্ত্রী ওই পরকীয়া সম্পর্ক থেকে বেরোননি বলে অভিযোগ। দশমীর দিন বাড়িতে ফিরে স্ত্রীকে ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েছিলেন বিকি! এরপরেই আরও অশান্তি হয়েছিল। সেই ঘটনার জেরেই প্রিয়াঙ্কা ও ওই যুবক বিকিকে খুন করে বলে অভিযোগ। খুন আড়াল করতে আত্মহত্যার গল্প ফাঁদা হয়! পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার সকালে বিকি মল্লিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পরকীয়ার কারণে এমন ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রিয়াঙ্কার প্রেমিককে এখনও ধরতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রেমিককে খুঁজে বের করার জন্য জোরকদমে অভিযান চলছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
এদিকে, পুলিশ সূত্রে খবর যুবকের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক অনলাইন খাবার ডেলিভারির কাজ করত। মৃত যুবকের দিদির অভিযোগ, বিকিকে সন্ধে হয়ে যাবার পরে প্রায়শই মদ খাইয়ে অবচেতন করে দিয়ে উপরের ঘরে গিয়ে অসভ্যতামি চলত।
