আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দিনে স্বপ্নসুন্দরী হয়ে ওঠার চেষ্টায় কসরতও কম করেন না হবু কনেরা। বিয়ের কয়েক মাস আগে থেকেই শুরু যায় ত্বকের যত্ন নেওয়া। বেশিরভাগ তরুণীই পার্লারে গিয়ে নানান বাহারি ফেসিয়ালের দিকে ঝোঁকেন। তবে জেল্লাদার ত্বক পেতে সব সময় নামী দামি ক্রিম মাখার কোনও প্রয়োজন নেই। বরং সামান্য কিছু উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারেন স্কিন হোয়াইটনিং ক্রিম। বাস্তবেই সেই প্যাক লাগাতে শুরু করলে বিয়ের দিন কনের সাজে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন আপনি। তাহলে সেই ম্যাজিক প্যাক কীভাবে বানাবেন জেনে নিন-
উপকরণ: এক মুঠো চাল, ৫টা আমন্ড, ১২ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চামক গ্লিসারিন, ১টি ভিটামিন ই ক্যাপসুল
পদ্ধতি: এক মুঠো চাল ভাল করে ধুয়ে নিতে হবে। এবার সেই চালের সঙ্গে পাঁচটা আমন্ড বাদাম ভিজিয়ে রাখুন। বেশ কয়েক ঘণ্টা ভেজানোর পর আমন্ডের খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই মিশ্রণে ১২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ গ্লিসারিন এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ না মিশ্রণটি ঘন ক্রিম আকারে হবে ততক্ষণ মিশিয়ে যেতে হবে। এরপর একটি এয়ার টাইট পাত্রে ক্রিমটি তুলে রাখুন। অন্তত ১৫ দিন এই ঘরে বানানো ক্রিম রোজ রাতে মাখলেই চমক দেখতে পাবেন।
বিয়ের আগে জৌলুস পেতে সব সময় দামি দামি ক্রিম ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। তাছাড়া অতিরিক্ত প্রোডাক্ট মুখে লাগালে হিতে বিপরীতও হতে পারে। তাই তো এই সময় সকালে এবং রাতে সহজ একটি স্কিনকেয়ার রুটিন মেনে চলতে হবে। সকালে ঘুম থেকে উঠেই মুখ ক্লিনজিং করে জেল ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন লাগিয়ে নিন। অন্যদিকে রাতে শুতে যাওয়ার আগে ফেসওয়াশের পরে লাগিয় নিন ঘরে বানানো স্কিন হোয়াইটনিং ক্রিম।
