আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সেই ফাঁদে কখন কে পা দেন তা আগে থেকে বলতে পারেন না কেউই। কখনও কখনও সেই প্রেম মানে না সম্পর্কের বাঁধন। তাই দার্শনিকরা বলেন, “পরকীয়া লুকিয়ে রয়েছে মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই।” শুনতে অদ্ভুত লাগলেও ভারতের আইনেও কিন্তু পরকীয়া অবৈধ নয়। কিন্তু কোন পেশার মানুষ বেশি পরকীয়া করেন? ভেবে দেখেছেন কখন?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি সমীক্ষা করে ব্রিটেনের ডেটিং সাইট ইলিসিট এনকাউন্টারস। সংস্থার করা সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে চিকিৎসা এবং নার্সিং-এর সঙ্গে যুক্ত নারীদের মধ্যে পরকীয়া করার প্রবণতা সর্বাধিক। সমীক্ষকদের দাবি, এটি নিছক কাকতলীয় বিষয় নয়। এর নেপথ্যে থাকতে পারে গভীর মানসিক চাপ। সমীক্ষায় বলা হয়েছে নার্স এবং চিকিৎসকদের প্রতিদিন অসংখ্য রোগীর শুশ্রুষা করতে হয়। রোগীদের শারীরিক এবং মানসিক ট্রমার সাক্ষী হতে হয়। যা তাঁদের মানসিক ভাবে অনেক বেশি ক্লান্ত করে তোলে। তাই হয়তো মানসিক বা শারীরিক সখ্য পাওয়ার চাহিদা এই পেশার নারীদের মধ্যে বেশি। আর বাড়িতে সেই সখ্য না পেলে তাঁরা বাইরের মানুষের মধ্যেই তা খুঁজে নেন।

তবে এই সমীক্ষার ফলাফল নিয়ে সন্ধিহান অনেকেই। সমালোচকদের মতে, এটি কোনও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে করা সমীক্ষা নয়। একটি ডেটিং ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ধরনের কোনও অনুসিদ্ধান্তে আসা উচিত নয় বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।