আজকাল ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপ, সিগনালকে টেক্কা দিতে কোমর বাঁধছেন ইলন মাস্ক। মেসেজিং অ্যাপের জগতে ফের নতুন বিপ্লব আনতে নতুন মেসেজিং পরিষেবা চালু করলেন মার্কিন ধনকুবের। ইলন মাস্কের হাত ধরে এবার এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে যুক্ত হল এক্সচ্যাট (XChat) নামের একটি অত্যাধুনিক এনক্রিপটেড চ্যাট পরিষেবা। সবচেয়ে বড় চমক, এই চ্যাট ব্যবহারের জন্য কোনও ফোন নম্বরের প্রয়োজন হবে না।
মাস্কের এই নতুন পরিষেবা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে চলবে। ফলে বার্তালাপের গোপনীয়তারক্ষা নিয়ে কোনও প্রশ্ন নেই। অন্য যে কোনও চ্যাটের মতোই ব্যবহারকারীরা এককভাবে বা দলবদ্ধভাবে এই চ্যাট ব্যবহার করতে পারবেন। থাকছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তা পাঠানোর সুবিধাও। শুধু তাই নয়, যে কোনও ধরনের ফাইল শেয়ারিং এবং অডিও-ভিডিও কলের ব্যবস্থাও রয়েছে এতে। মাস্কের দাবি, সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত সুরক্ষিত 'রাস্ট' আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই চ্যাট। মাস্ক নিজে এই চ্যাটের সুরক্ষা ব্যবস্থাকে 'বিটকয়েন'-এর সমতুল্য বলে অভিহিত করেছেন।
আপাতত নির্বাচিত কিছু গ্রাহকদের জন্য বিটা ভার্সনে এই পরিষেবা চালু হলেও, খুব শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য এই চ্যাট খুলে দেওয়া হবে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, এক্স-কে একটি 'এভরিথিং অ্যাপ' বা 'সবকিছুর জন্য একটিই অ্যাপ'-এ পরিণত করার যে স্বপ্ন ইলন মাস্ক দেখেছেন, এটি সেই লক্ষ্যের দিকেই একটি বড় পদক্ষেপ। চ্যাটিং, কনটেন্ট শেয়ারিং, কলিং—সবকিছু একই ছাতার তলায় নিয়ে আসাই তাঁর উদ্দেশ্য।
