আজকাল ওয়েবডেস্কঃ প্যাচপ্যাচে গরমের পর বর্ষাকাল স্বস্তি নিয়ে আসে ঠিকই। কিন্তু এই সময়েই বাড়ে পোকামাকড়ের উপদ্রব। বিশেষ করে ঘরময় মশা, মাছির উৎপাতে অতিষ্ঠ হতে হয়। আসলে বৃষ্টির মরশুমে আর্দ্র পরিবেশ মাছিদের প্রজননের জন্য উপযুক্ত। বৃষ্টির ফলে অনেক পোকামাকড় তাদের আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসে এবং খাবারের সন্ধানে ঘোরে। কিছু মাছি প্রজাতি স্যাঁতসেঁতে পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে। সঠিক সময় বাড়িতে মাছির উৎপাত বন্ধ করতে না পারলে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
আসলে মাছি নোংরা জায়গায় বসে আর সেখান থেকে উড়ে খাবারের উপর, গায়ে বসলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে প্রভাব ফেলতে পারে। মাছি বসার পর সেই খাবার খেলে শরীরে নানা ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। মাছি খাবার বা বাসনপত্রের উপর বসে ব্যাকটেরিয়া এবং জীবাণু ছড়ায়। মাছি থেকে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। অনেকের বিশেষ করে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে বাড়ি থেকে মাছি তাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে সহজ কয়েকটি নিয়ম মেনে চললেই মাছির সমস্যায় সমাধান পাবেন।
আরও পড়ুনঃ যখন-তখন মুঠো মুঠো ড্রাই ফ্রুটস খেলেই হল না! জানেন কোন সময়ে কতটা শুকনো ফল খাওয়া উচিত?
* গরম জল, বেকিং সোডা এবং ভিনিগার দিয়ে নিয়মিত ড্রেন এবং সিঙ্ক পরিষ্কার করুন।
* ফল এবং সবজি ঢেকে রাখুন অথবা ফ্রিজে রাখুন।
* এসি ট্রে, বারান্দার কোণ এবং ইন্ডোর প্ল্যান্টে জল জমে থাকা এড়িয়ে চলুন।
* ঘরের ভিতরের গাছের গোড়ায় জল দেওয়ার আগে মাটি শুকিয়েছে কিনা দেখে নিন।
* এক ফোঁটা সাবান মাজার সাবান সহ আপেল সিডার ভিনগার ব্যবহার করুন।
* জানালায় জাল পর্দা লাগান এবং প্রবেশপথগুলি বন্ধ করে রাখুন।
* লবঙ্গ বা তুলসীর পাত্রের সঙ্গে লেবুর মতো প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করুন।
* বাড়ি পরিষ্কার রাখুন। বাড়ির বাইরে আবর্জনার স্তূপ থাকলে তা ঢেকে রাখতে হবে এবং রোজ পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। বাড়িতে আবর্জনা ফেলার ডাস্টবিন থাকলেও, সেটিও ঢাকা দিয়ে রাখবেন।

* দারচিনির গন্ধেও রান্নাঘর থেকে মাছি দূরে থাকবে। রান্নাঘরের জানলায় দু'টুকরো দারচিনি রাখুন। জানলা থেকেই বিদায় নিতে হবে মাছিকে। লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রেখে মাছিকে দূর করুন।
* ধুনোর গন্ধেও সব পোকামাকড়ই চম্পট দেয়। আরও ভাল ফল পেতে ধুনোয় কর্পূর ফেলে দিতে পারেন।
* বাড়িতে পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে রান্নাঘর ছেড়ে।
* প্রতিদিন ভালভাবে রান্নাঘর পরিষ্কার করুন। ফ্রিজের নীচে বা ঘরের আশপাশে কোনায় কোথাও নোংরা জমতে দেবেন না। রান্নাঘরে গ্যাস ওভেনের ওপরেও রান্নার সময় খাবার পড়ে শুকিয়ে লেগে থাকে। এই সমস্ত স্থানই মাছিদের আমন্ত্রণ জানিয়ে থাকে।
* প্রতিবারের ব্যবহারের পর গ্যাস ওভেন পরিষ্কার করতে ভুলবেন না। এছাড়া বাসন মাজার ভেজা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন। খেয়ে সেই বাসন বেশিক্ষণ ফেলে রাখবেন না। মাছির দল এমন জায়গায় আশ্রয় নিতে চায়।
