বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়। ঠিক যেমন সূর্য, মঙ্গল ও বুধের মিলনে ত্রিগ্রহী রাজযোগ গঠিত হবে। যা তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়। একইসঙ্গে সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।

আগামী ২০ অক্টোবর কালীপুজো। ওইদিন ঘটতে চলেছে এক বিশেষ ত্রিগ্রহী যোগ।  সূর্য, মঙ্গল ও বুধ তুলা রাশিতে অবস্থান করবে। এই তিনটি গ্রহ একসঙ্গে থাকার ফলে তৈরি হবে শক্তিশালী যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন তিনটি গ্রহ একই রাশিতে অবস্থান করে, তখন তাকে বলা হয় ত্রিগ্রহী যোগ। এই গুরুত্বপূর্ণ যোগের প্রভাবে তিন রাশির উপর শুভ প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

তুলা: তুলা রাশিতেই এই বিরল যোগ গঠিত হচ্ছে। ফলে এই রাশির জাতকদের জন্য সময়টা হতে পারে একেবারেই পরিবর্তনমুখী।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন সুযোগ আসবে হাতে। আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে নতুন অধ্যায় শুরু হতে পারে স্বাস্থ্য ও মানসিক অবস্থাও থাকবে বেশ উন্নত।এই সময় পরিকল্পনা করে নতুন ব্যবসা শুক্র করকে সফলতার সম্ভাবনা অত্যন্ত বেশি।

মকর: মকর রাশির জন্য এই ত্রিগ্রহী যোগ বিশেষ শুভ ফল বয়ে আনবে। চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন। দীর্ঘদিনের আর্থিক সমস্যা মিটে যেতে পারে। বাবামা বা পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সহযোগিতা মিলবে।
আত্মসম্মান ও সামাজিক মর্যাদা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে ভয় না পেলেই সাফল্যের পথে এগিয়ে চলবেন।

ধনু: ধনু রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ হবে অর্থ ও সৌভাগ্যের আশীর্বাদ। ব্যবসা বা নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রবল অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। বিদেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। পরীক্ষার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্যও সময় শুভ। জ্যোতিষীদের মতে, ধনু রাশির জাতকদের উচিত এই সময়ে আত্মবিশ্বাস বাড়িয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া।