আগামী ২২ আগস্ট, শুক্রবার কৌশিকী অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র মতে, এই অমাবস্যা জোরালো এবং ভরা অমবস্যা। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয়। যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে, তাই এদিন বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
এবছর দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে আগামী ২১ অগাস্ট, বৃহস্পতিবার, সকাল ১১.৫৫ মিনিটে শুরু হচ্ছে৷ এই তিথি থাকবে ২২ অগাস্ট, শুক্রবার, সকাল ১১.৩৫ মিনিট পর্যন্ত৷ উদয় তিথি অনুযায়ী কৌশিকী অমাবস্যা পালিত হবে ২২ অগাস্ট, শুক্রবার৷
শাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে। বিশেষ করে যাঁরা কালী পুজো করছেন, তাঁদের এই নিয়মগুলি মানা উচিত। নাহলে রুষ্ট হতে পারেন দেবী। তাহলে দেখে নেওয়া যাক, এই দিনে কোন কোন নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না।
কী কী করা উচিত নয়
* কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না। এদিন রাতে পুজোর সময়ে তুলসী পাতার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন এই পাতা। রাতে সেই তুলসী পাতা নিয়ে পুজোয় যান।
* এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়। প্রদীপ জ্বেলে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে, ততই ভাল।
* কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কথিত রয়েছে, এদিন আমিষ পদ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
* এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্তও নেবেন না৷ একইসঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়ার বা ধার নেওয়া উচিত নয়।
* এদিন ভুল করেও কোনও মিথ্যে কথা বলবেন না। পারলে কাউকে সাহায্য করুন। পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনও খারাপ কাজে নিজেকে যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারেন দেবী তারা।
কোন নিয়ম মেনে চলবেন
* কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা বাড়ির প্রধান দরজার ডান দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে। কথিত রয়েছে, এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে।
* কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ। এই দিন দেবী পার্বতীর কোশ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন, তাই তাঁর মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয় বলে মনে করা হয়।
* কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সেদিকে নজর রাখবেন। এদিন কোনও এঁটো বাসনপত্রও রাখা চলবে না।
* কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দিতে পারেন। কথিত রয়েছে, বাড়িতে কোনও ছেঁড়া পোশাক থাকলে তা সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে।
