আজকাল ওয়েবডেস্ক: তাঁরা যে ভালবাসায় বাঁধা পড়েছেন, সে খবর অবশ্য এখন জানে টলিপাড়া। জানেন অনুরাগীরাও। আশেপাশে থাকতে থাকতেই ঝুপ করে প্রেমে পড়ে গিয়েছেন দু’জনে। রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়। আর একে অপরের কাছে ধরা যখন দিয়েছেন, প্রেমের দিনে সেজেগুজে বেরিয়ে পড়বেন না, তা-ও কি হয়! 

হয়ওনি। শহর জুড়ে যখন ভালবাসার মরসুম, তখন সকাল থেকে সন্ধে, ছুটিতে জুটিতে প্রেম করেছেন জমিয়ে। সাক্ষী থেকেছে আজকাল ঘরোয়ার ক্যামেরা। 

দেখা হয়েছিল আগেই। কথা হয়নি তখন সেভাবে। ফের দেখা হল সিরিয়ালের সেটে। ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক-নায়িকা হয়ে রোজ ফ্লোর থেকে মেকআপ রুমে জমতে থাকল আড্ডা। কথার তোড়ে কোন ফাঁকে যে মন দেওয়া-নেওয়া হয়ে গিয়েছে, বুঝতে পারেননি নিজেরাই। বুঝলেন সেদিন, যেদিন দু’জনেই টের পেলেন একে অন্যকে বড্ড ভাল লাগছে। আশেপাশে থাকা মানুষটাকে বরাবরের মতো পাশে পেতে মন চাইছে!

ভরা প্রেমের ঋতুতে তাই বোধহয় সকাল সকাল প্রেমিকার হাতে লাল টুকটুকে হৃদয় তুলে দিলেন রোহন! অঙ্গনা ঠিক যে রংটায় তাঁকে দেখতে সবচেয়ে বেশি ভালবাসেন, সেই সাদাতেই সেজে। ধবধবে সাদা সুতির ক্যাজুয়াল শার্ট আর প্যান্টে টুকরো টুকরো অ্যাপ্লিক, চোখে সানগ্লাস। তাতেই কি মুগ্ধ খয়েরি ক্রপ টপ-পালাজোর  উপরে লাল-হলদে-কমলায় বসন্ত রং এমব্রয়ডারি জ্যাকেটের ঝলমলে কন্যে? অঙ্গনার চওড়া হাসি কিন্তু তেমনটাই বলছিল। 

বেলা গড়াচ্ছিল একটু একটু করে। দুপুরের মিঠে রোদে ম ম করছিল ভালবাসার গন্ধ। আরও একটু একা হতে চেয়ে দু’জনে উঠে পড়লেন ছোট্ট নৌকোয়। গঙ্গার এলোমেলো হাওয়ায় আরও একটু জমাট বাঁধল প্রেম। পাশাপাশি থেকে এবারে কাছাকাছি দু’জনে। ঘন নীলের উপরে ফুলের নকশায় নিখাদ ট্র্যাডিশনাল সাজে। মন মিলন্তি হয়েছিল আগেই। এবার রং মিলন্তিও সারা! 

‘নীল রং ছিল ভীষণ প্রিয়’?
“ছিল কেন? আছে। রোহনের প্রিয় রং নীল। তবে আমার কিন্তু ওকে সাদাতেই সবচেয়ে বেশি ভাল লাগে!” সোজাসাপটা জানিয়ে দিলেন অঙ্গনা। 

ভালবাসার ভেলায় ভাসতে ভাসতেই অনেকখানি সময় কেটেছে। সূর্য ডুবেছে ততক্ষণে। সাজ বদলেছে নায়ক-নায়িকারও। সন্ধের ঝিকমিকে আলোর মতোই চন্দন রঙা ফিউশন সাজে ঝিলমিলিয়ে উঠেছেন অঙ্গনা। ক্রিম রঙা স্যুটে রোহনও ঠিক ততটাই ঝকঝকে। 

ওঁরা নাকি কেউ কাউকে প্রোপোজ করেননি। নিঃশব্দেই ডুব দিয়েছেন ভালবাসায়। বাকিটা বুঝে নিয়েছে দেদার আড্ডা, সিনেমা দেখা, টইটই-ঘুরঘুরের ক্যালেন্ডার। ডিনার-ডেটে দু’জনে বেরিয়ে পড়ার আগে প্রশ্ন ছিল একটাই। কী দেখে বুঝলেন ‘এই সে’? “সেটে এত গল্প করতে করতেই মনে হয়েছিল একটা অদ্ভুত শান্তি ছড়ানো আছে সম্পর্কটায়। এমন কাউকে হারিয়ে যেতে দেওয়া যায় নাকি? “ বলছিলেন রোহন। “বন্ধুত্বটাই টেনেছিল ওর দিকে,” মিষ্টি হাসিতে ছোট্ট জবাব অঙ্গনারও।

মডেল অঙ্গনা রায়, রোহান ভট্টাচার্য
পোশাক জিৎ সত্যা
মেকআপ- সুনন্দা অধিকারী
হেয়ার পিকু মন্ডল
ছবি - শুভঙ্কর মণ্ডল
ভিডিও সায়ন কুণ্ডু
শুট কো-অর্ডিনেটর মধুরিষা শীল
সহায়তা বাবিন মন্ডল
লোকেশন ও ফুড পার্টনার পোলো ফ্লোটেল                            

ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী