আজকাল ওয়েবডেস্ক: কেউ এই পোশাক দেখে বলছেন, “পাগল ছাড়া কেউ এসব পরে নাকি?” কেউ আবার বলছেন, “এটাই তো আধুনিক ফ্যাশন!” আপনি যে পক্ষেই থাকুন না কেন, পোশাকটি যে আগ্রহের উদ্রেক করে সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। পোশাকটির নাম– 'হাফ শর্ট হাফ প্যান্ট'। বাংলায় ব্যাখ্যা করতে গেলে প্যান্টটি হাফ এবং ফুল প্যান্টের ‘হাঁসজারু’।
একদিকে পায়া পূর্ণ দৈর্ঘ্যের, অন্যদিকে পায়ের অংশ একেবারে গোড়া থেকে কাটা- এই প্যান্ট ঝড় তুলেছে গোটা বিশ্বের ফ্যাশন দুনিয়ায়। একেপেয়ে এই জিন্সের দাম শুনলেও চোখ কপালে উঠতে পারে। ফরাসি পোশাক সংস্থা ‘কোপার্নি’-র দাম প্রায় ৪৪০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকারও বেশি।
পোশাক বিশেষজ্ঞ ক্রিস্টি সারার অনুরাগীর সংখ্যা নেট মাধ্যমে দেড় কোটির বেশি। সম্প্রতি ক্রিস্টি নিজের নেটমাধ্যমে এই প্যান্টের ছবি পোস্ট করে লেখেন, “এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত পোশাক বোধহয় এটাই।” ক্রিস্টির সঙ্গে সহমত এমি জয়ী পোশাকশিল্পী কারসন ক্রেসলে। রসিকতা করে তিনি লিখেছেন, “আশা করি এই ট্রেন্ড এক পায়ে বেশিদিন হাঁটতে পারবে না।” তবে সমালোচনার মুখেও পিছু হটতে নারাজ ফ্যাশন সংস্থাটি। সংস্থার বক্তব্য, ফ্যাশন দুনিয়ায় নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চলবেই, সেটাই দস্তুর। বিশেষজ্ঞরা যাই বলুন, আমজনতা যে এই প্যান্ট বিলক্ষণ পছন্দ করছেন তা কিন্তু বোঝা যাচ্ছে বিভিন্ন সমীক্ষায়। ফ্যাশন ম্যাগাজিন ভগের সমীক্ষা অনুসারে আপাতত ‘হটেস্ট ফ্যাশন ট্রেন্ড’-এর শিরোপা রয়েছে এই প্যান্টের দখলেই।
