ওয়েবডেস্ক ওয়েবডেস্ক : রূপচর্চা করতে কোন মহিলাই না ভালবাসেন। এখন তো পুরুষেরাও পিছিয়ে নেই। সকলেই নিজেকে ঝা চকচকে রাখতে পছন্দ করেন। ইতিমধ্যেই গরম পড়তে শুরু করেছে। সূর্যের প্রখর তাপ থেকে রেহাই পান না কেউই। ফলে জ্বলে যায় ত্বক। তাতেই ট্যান পড়তে শুরু করে। আর এই ট্যানিংয়ের হাত থেকে বাঁচতে প্রায় সকলেই ব্যবহার করে থাকেন ‘সানস্ক্রিন’। এই সানস্ক্রিনের সঠিক ব্যবহার নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন? জেনে নিন সানস্ক্রিন আর ময়েশ্চারাইজারের সঠিক ব্যবহার সম্পর্কে।
অনেকেই সানস্ক্রিন না ময়েশ্চারাইজার কোনটা আগে ব্যবহার করবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। আপনিও যদি তাঁদের মধ্যে একজন হন। তাহলে অবশ্যই এই প্রতিবেদনের তথ্য আপনার জন্য উপকারী হতে পারে। প্রত্যেকেরই নিয়মত ত্বকের যত্ন নেওয়া উচিত। তার জন্য প্রয়োজন নির্দিষ্ট একটা স্কিন কেয়ার রুটিন। তা যদি হয় গরমকাল তাহলে তো কোনও কথাই নেই। যাই হোক এবার চলে আসা যাক আসল প্রসঙ্গে, কোন প্রোডাক্টটি আগে ব্যবহার উচিত?
সবার আগে ক্লিন্সার দিয়ে মুখ পরিস্কার করে নেওয়া উচিত। এরপরেই মুখে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তারপর সানস্ক্রিন ব্যবহারের পালা। নিয়মানুযায়ী ময়েশ্চারাইজারের পরেই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কারণ, ময়েশ্চারাইজার তুলনামূলক হাল্কা। যার জেরে দ্রুত ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, যদি ক্রিম আগে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কী হবে? উত্তর হল, সানস্ক্রিন ভারি ক্রিম। সবার শুরুতেই সানস্ক্রিন ব্যবহার করলে মুখের ছিদ্র বা পোরগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা রয়ে যায়। ফলে দেখা দিতে পারে মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। বাইরে বার হওয়ার ঠিক ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করার সঠিক সময়। চাইলে টোনারও ব্যবহার করতে পারেন। ক্লিন্সারের পরে টোনার ব্যবহার করার নিয়ম।
