আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি হরিয়ানায় এক হোটেলের সামনে দুই মুখোশধারী ব্যক্তি গুলি চালায়। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ঘটনা৷ বৃহস্পতিবার ভোরে শাহাবাদ মার্কন্ডা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জাতীয় সড়ক ৪৪-এ অবস্থিত একটি হোটেলের সামনে ঘটনাটি ঘটে৷ ঘটনা জানাজানি হতে তদন্তে তোড়জোড়।
কুরুক্ষেত্রের পুলিশ মারফত জানা গিয়েছে, ঘটনার দিন ওই দুই হামলাকারী মোটরসাইকেলে করে ভোর ৫ টার দিকে হোটেলে আসে। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তারা হোটেলে কিছুক্ষণের জন্য প্রবেশ করে। রিসেপশন কাউন্টারে একটি চিরকুট রেখে যায়। তারপর পালিয়ে যাওয়ার আগে প্রাঙ্গণের বাইরে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনায় ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। মামলার তদন্ত চলছে।অপরাধীদের গ্রেপ্তারের জন্য আটটি পুলিশ দল গঠন করা হয়েছে সূত্রে খবর। হামলাকারীদের রেখে যাওয়া নোটের বিষয়বস্তু পরীক্ষা করা হচ্ছে।
ঘটনাটির সঙ্গে বড় মাফিয়াদের কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই মুহূর্তে এর কোনো প্রমাণ মেলেনি। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই নিশ্চিত করা যাবে।
