আজকাল ওয়েব ডেস্ক: ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে একাধিক বিভাগে অস্কারের ঘোষণা করা হয়েছে। ভারতীয় সময়ানুসারে সোমবার ভোরে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যশালী এই পুরস্কারের আসর। আমেরিকার ডলবি ডিজিট্যাল থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসতথা অস্কার অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌতুকশিল্পী কোনান ও ব্রায়ান। কাদের মুকুটে উঠল সেরার শিরোপা? ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, তো কেউ ফিরলেন হতাশা নিয়ে। চলতি বছরে বিভিন্ন বিভাগে একাধিক অস্কার জিতেছে ‘অ্যানোরা’ এবং ‘দ্য ব্রুটালিস্ট’।
সেরা ছবি: অ্যানোরা
 
  
 
 সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা )
সেরা অভিনেতা: আড্রিয়ান ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা )
সেরা সহ-অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা সহ- অভিনেতা: কিয়েরন কাল্কিন (আ রিয়েল পেইন)
সেরা মৌলিক চিত্রনাট্য: শন বেকার (অ্যানোরা )
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: পিটার স্ট্রগ্যান (দ্য কনক্লেভ)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
সেরা আন্তর্জাতিক ফিচার: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা ডকুমেন্টারি ফিচার: নো আদার ল্যান্ড
সেরা ডকুমেন্টারি শর্টস: দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা মৌলিক সুর: ড্যানিয়েল ব্লুমবার্গ ( দ্য ব্রুটালিস্ট)
সেরা মৌলিক গান: এল ম্যাল (এমিলা পেরেজ)
সেরা শব্দগ্রহণ: ড্যুন (পার্ট টু)
সেরা রূপটান ও কেশসজ্জা:  দ্য সাবস্টেন্স 
 
  
 
 সেরা পোশাক: পল ট্যাজবেল (উইকেড)
সেরা ছবি সম্পাদনা: শন বেকার (অ্যানোরা )
সেরা চিত্রগ্রাহক: লল ক্রলি (দ্য ব্রুটালিস্ট)
