মানুষের ভালবাসাই তাঁর এগিয়ে চলার মূল মন্ত্র। এখনও স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’র মাধ্যমে পথকুকুরদের নানা উদ্যোগ নিয়ে এসেছেন। তবে এবার দক্ষিণ কলকাতার এক আবাসনে এক পোষ্য কুকুরের সঙ্গে 'অন্যায়' হওয়া রুখতে গিয়ে চরম অপমানিত হলেন বিশিষ্ট অভিনেত্রী ও সমাজকর্মী দেবশ্রী রায়!
 
 এর আগেও বহুবার নানা কটাক্ষ ধেয়ে এসেছে সারমেয়দের পাশে দাঁড়াতে গিয়ে অভিনেত্রীর দিকে। তবে সেসবে একেবারেই কর্ণপাত না করে তিনি চলেছেন নিজের ছন্দে। নিজের কাজ এবং অবলাদের জন্য নানা উদ্যোগ নিয়ে সেই কাজে সফল হয়ে বারবার কটাক্ষকারীদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন দেবশ্রী। তবে এবারে যা হল তা নজিরবিহীন। অভিযোগ, দক্ষিণ কলকাতার ৩৬০টি ফ্ল্যাটের ওই বিরাট আবাসনে পোষ্য কুকুর ঘোরানো নিয়ে আপত্তি বহু আবাসিকদের। আরও অভিযোগ, এই কারণে ওই আবাসনের বাসিন্দা আদৃজার উপর নাকি রীতিমতো চড়াও হয়েছিলেন বাকি বহু আবাসিক। তাঁদের গায়ে চকোলেট বোমা ফাটিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন! ঘটনাচক্রে এই আদৃজা হলেন দেবশ্রী রায়ের স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য। খবর পেয়েই রবিবার বিকেল নাগাদ ওই আবাসনের অন্দরে হাজির হন দেবশ্রী। তাতে ঝামেলা কমার বদলে বেড়ে যায়। দেবশ্রীর কথায়, “এত অপমানিত কোনওদিন হয়নি। ভীষণ দুর্ব্যবহার করা হয়েছে।  আমাকে কটাক্ষ করা হয়েছে, 'আপনি তো অভিনেত্রী এখানে কেন? আর  যদি এসে থাকেন, কার আমন্ত্রণে এসেছেন?' তাঁদের জানিয়েছি, যে গত ১৮-১৯ বছর ধরে পথকুকুরদের জন্য আমার স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। তাদের উপর অত্যাচার হলে বা যদি খবর পাই তারা কষ্ট পাচ্ছে কোথাও, সেখানে আমি হাজির যে যাই। তার জন্য কোনও আমন্ত্রনের প্রয়োজন হয় না আমার।”
এরপরেও বচসা কমার বদলে চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারপর পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসে। আজকাল ডট ইন-কে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন, “ওই আবাসিকদের অভিযোগ, কুকুরকে নিয়ে নাকি আবাসনের মন্দিরের সামনে ঘোরানো হয় যা অত্যন্ত অন্যায়। আমার প্রশ্ন কীসের অন্যায়? ঈশ্বর কি শুধু মানুষের জন্য? ঈশ্বর কি পশুপাখি, প্রকৃতির জন্য নয়? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, ‘জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর।’ তাহলে? আমি তো বলব, এটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে এমন অন্যায় যেন সবাই করে, বারে বারে করে। আর একটা কথা, ওঁদের আরও সব অভিযোগ আছে এই পোষ্য নিয়ে। সেসবের প্রমাণ চাইতে আবাসনের সিসিটিভি ফুটেজ চেয়েছিলাম। আমাকে জানানো হয়েছে, আবাসনের সমস্ত সিসিটিভি নাকি খারাপ! আমার প্রশ্ন, এই কুকুরের ব্যাপারটা বাদ-ই দিন। যদি ভবিষ্যতে কোনও চোর-ডাকাত এই আবাসনে ঢুকে যায়, তখন কী হবে? যদি এখানে কেউ খুন হয়ে যায়, তখন কী হবে? সিসিটিভি ক্যামেরার নজর না থাকলে তো বিপদ আরও বাড়বে! তাই না?”
অন্যদিকে, ওই আবাসনের বাসিন্দারা অভিনেত্রীর এই সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তাঁদের মতে, এ সব অভিযোগ ভিত্তিহীন। পোষ্য ঘোরানো নিয়ে সমস্যা থাকতেই পারে কিন্তু তাই বলে কেন তাঁরা গায়ে হাত তুলবেন ‘পেট প্যারেন্ট’-এর? একজন বর্ষীয়ান আবাসিকের মন্তব্য, " আমাদের একটা সম্মান আছে সমাজে। আর বাড়িতে তো ছেলেমেয়েও আছে। এসব করলে তাদের কাছে কী বার্তা দেব? এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে!”
 
 প্রসঙ্গত, চলতি বছরে দিল্লির রাজপথ থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার বিষয়ে শীর্ষ আদালতের রায়কে ঘিরে উত্তাল হয়েছিল দেশ। সেরকম আবহেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়।  একটি মিউজিক্যাল শো’র আয়োজন করেছিলেন তিনি। সেই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যবহার করা হবে অবলা পশুদের সাহায্যার্থে। ‘ওদের পাশে আমরা’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পথপশুদের চিকিৎসা, তাদের ওপর হয়ে চলা অত্যাচারের প্রতিকার, এমন অনেক কিছু নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন দেবশ্রী রায় ও তাঁর প্রতিষ্ঠান। এদিন এই ‘ফান্ড রেজিং’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, সৈকত মিত্র, স্বপন বসু, অঙ্কিতা প্রমুখ। বিশেষ অতিথি শতাব্দী রায়, সব্যসাচী চক্রবর্তী। উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তী বহুদিন ধরেই দেবশ্রী রায়ের সংস্থার সঙ্গে সংযুক্ত।
