আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সন্দেহের জেরে একের পর এক হামলা, খুন। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল। সন্দেহের বশে প্রেমিকার ওপর হামলা চালানোর পর আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুক্রবার সনু বারাই নামের ওই যুবক প্রথমে তাঁর প্রাক্তন প্রেমিকাকে ছুরি মারেন। তারপর নিজেই নিজের উপর হামলা চালান। ঘটনায় সনু বারাইয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিকা মণীষা যাদব।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যে সনু এবং মণীষার মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মাত্র আট দিন আগেই তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। জানা গিয়েছে, সনু বারাই বারবার মণীষার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। এমনকী তিনি অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করতেন। এই আক্রোশই এই ভয়াবহ কাণ্ডের জন্ম দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে সনু তাঁর মাকে বাইরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন। খবর অনুযায়ী, বাড়ির রান্নাঘর থেকে তিনি গোপনে একটি ছুরি নিয়ে বেরিয়েছিলেন। এরপর সনু মণীষাকে একটি নার্সিং হোমের সামনে 'শেষবারের মতো' দেখা করার জন্য ডাকেন। তাঁদের মধ্যে কথা বলার সময়ই বচসা শুরু হয়। রাগে দিকবিদিকশুন্য হয়ে সনু বারাই মণীষাকে ছুরি দিয়ে আঘাত করেন।
প্রেমিকাকে আক্রমণের পর ২৪ বছর বয়সি ওই যুবক নিজের ওপরও ছুরি চালান। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলিতে দেখা যায়, নার্সিং হোমের প্রবেশদ্বারে রক্তাক্ত সনু বারাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। পরে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। বর্তমানে আহত মণীষা যাদবের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া ধর্ষণ, টিআই প্যারেডে পাঁচজনই শনাক্ত
প্রসঙ্গত, আর এক হাড়হিম ঘটনা ঘটল বিজেপিশাসিত রাজ্যে। পরকীয়া সন্দেহের জেরে দিওয়ালির রাতেই স্বামীর উপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল তাঁরই স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটে। এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। অভিযোগ, প্রথমে স্বামীর গায়ে ফুটন্ত জল ঢালা হয়, তার পর ছেটানো হয় অ্যাসিড। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, ব্যক্তির নাম রনক। বয়স আনুমানিক ৩৩। খবর অনুযায়ী, গুরুতর জখম অবস্থায় রনককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রনক স্যাটেলাইট এলাকার বাসিন্দা এবং পেশায় এক জন ফুড ডেলিভারি এজেন্ট। তিনি পুলিশকে জানিয়েছেন, গত এক বছর ধরেই তাঁর স্ত্রী প্রায়শই নানা বিষয় নিয়ে তাঁর সঙ্গে অশান্তি করতেন।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "রনক যখন কম্বল মুড়ি দিয়ে ছিলেন, সেই সময়ই তাঁর স্ত্রী প্রথমে গায়ে ফুটন্ত জল ঢেলে দেন।" তিনি আরও বলেন, "আগুনের হল্কায় তিনি কম্বল ছেড়ে পালানোর চেষ্টা করেন এবং গায়ের পোশাক খোলার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তেই স্ত্রী তাঁর উপর অ্যাসিড ছেটান। এর ফলে তিনি গুরুতর ভাবে পুড়ে গিয়েছেন।" আশঙ্কাজনক অবস্থায় রনকের চিকিৎসা চলছে। দিওয়ালির রাতে ঠিক কী কারণে এই হিংসাত্মক ঘটনা ঘটল, পুলিশ তার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
অন্য দিকে, দিওয়ালি উদযাপনের আবহে মঙ্গলবার অর্থাৎ ২২ অক্টোবর দেশের রাজধানী দিল্লিতেও একাধিক অগ্নিদগ্ধের ঘটনা সামনে এসেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ এবং বার্নস সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২১ অক্টোবরের মধ্যে মোট ৬০টি অগ্নিদগ্ধের ঘটনা নথিভুক্ত হয়েছে।
