আজকাল ওয়েবডেস্ক: বোলিংয়ের সময় লালা ব্যবহারে এবার মহম্মদ সামির পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ডের তারকা টিম সাউদি। এর আগে ভারতের তারকা পেসার মহম্মদ সামি আন্তর্জাতিক ক্রিকেটে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শামির মতে, সালাইভা ব্যবহারের অনুমতি দিলে বলের রিভার্স সুইং ফেরানো সম্ভব হবে যাতে পেসাররাও কিছুটা সুবিধা পাবেন। ২০২০ সালের মে মাসে করোনা অতিমারির সময় আইসিসি সাময়িকভাবে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার উইকেটের জয়ের পর শামি বলেন, ‘আমরা রিভার্স সুইং আনার চেষ্টা করছি, কিন্তু বলে সালাইভা ব্যবহারের অনুমতি নেই।

 

আমরা বারবার আবেদন জানাচ্ছি যে, বলে সালাইভা ব্যবহারের অনুমতি দেওয়া হোক, যাতে রিভার্স সুইং ফিরে আসে এবং খেলা আরও আকর্ষণীয় হয়ে ওঠে’। সামির এই আবেদনে সহমত পোষণ করে সাউদি বলেন, ‘এই নিয়ম কোভিডের সময় আনা হয়েছিল। একজন বোলার হিসেবে অবশ্যই এতে কিছুটা সুবিধা পাওয়া যাবে। বর্তমানে একদিনের ক্রিকেটে প্রায়ই ৩৫০ বা তার বেশি রান হচ্ছে। তিনশোর বেশি রান করাটা বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। তাই বোলারদের পক্ষেও কিছু সুবিধা থাকা উচিত। যদি সালাইভার সামান্য ব্যবহারে বোলারদের উপকার হয়, তাহলে এটা ফিরিয়ে না আনার কোনও সমস্যা দেখছি না’। সাউদির মতে ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য কমাতে ও বোলারদের কিছুটা সুবিধা দিতে হলে সালাইভা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার আইসিসির।