থ্রিলার ঘরানায় ‘রক্তবীজ’-এর সাফল্য আলোড়ন তুলেছিল বাংলা সিনেমার জগতে। সেই ছবির আগুন ছড়াতে এই পুজোয় মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলারে ভরপুর সিক্যুয়েলটিকে ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ছবি জুড়ে ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা, রাজনৈতিক প্রেক্ষাপট আগাগোড়া নজর কেড়েছে সকলের। প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ‘রক্তবীজ’ ছবির গল্পে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেছিল দর্শক। এবারও রয়েছে তাঁর দাপুটে, উজ্জ্বল উপস্থিতি। শেখ হাসিনার আদলে নির্মিত  সুলতানা রহমান চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই অনবদ্য। ছবি জুড়ে অপরাধী মুনির অর্থাৎ অঙ্কুশকে খুঁজতে মরিয়া ‘পঙ্কজ সিংহ’ ওরফে আবির। ‘স্যার’-এর কাঁধে কাঁধ মিলিয়ে তৎপর 'সংযুক্তা'ও। ‘রক্তবীজ’-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। তবে এবার দর্শকের বাড়তি পাওনা আবির-মিমিরের রোম্যান্স। আলাদা জায়গা করে নিয়েছেন অঙ্কুশ!

 

 


‘রক্তবীজ ২’-এ অঙ্কুশ হজরার মুনির আলম চরিত্র দর্শকদের মাঝে ঝড় তুলেছে। মুক্তির পর থেকে এই চরিত্রকে ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিনেতার নিজের কথায়, “মুনির আলমের জন্য যে ভালবাসা পাচ্ছি, তা সত্যিই অভূতপূর্ব। একজন অভিনেতার জন্য চরিত্রের সঙ্গে দর্শকের এমন গভীর সংযোগের চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই। যদি মুনির আলমকে নতুন ‘গেম চেঞ্জার’ বলা হয়, তবে আমি আমার দর্শকের কাছে কৃতজ্ঞ।”

‘রক্তবীজ ২’-তে অঙ্কুশের চরিত্রটি কেবল সিনেমার কেন্দ্রবিন্দু নয়, বরং গল্পের আবহ ও উত্তেজনাকেও আরও টানটান করেছে। মুনির আলম এক জটিল, বহুমাত্রিক চরিত্র—যিনি দর্শকের সামনে শুধু কল্পনার নয়, বাস্তব জীবনের সংবেদনকেও প্রতিফলিত করছেন। 'মুনির' চরিত্রে অঙ্কুশের অভিব্যক্তি এবং মনস্তাত্ত্বিক গভীরতা দারুণ প্রশংসিত হচ্ছে দর্শকমহলে।

 

 

ছবির নির্মাতারা জানিয়েছেন, অঙ্কুশের অনবদ্য পারফরম্যান্সই মূলত চরিত্রটিকে এত জীবন্ত ও মনে রাখার মতো করেছে। এটি শুধু সিনেমার অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করেনি, বরং বাংলা সিনেমায় চরিত্র-চর্চার নতুন মানদণ্ডও স্থাপন করেছে। অনুরাগীরা ইতিমধ্যেই অঙ্কুশকে টলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করছেন, যিনি প্রতিটি নতুন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম।