শাহরুখ-পুত্র আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ডিরেক্টোরিয়াল ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ অবশেষে মুক্তি পেল নেটফ্লিক্সে। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই সিরিজ। ব্যঙ্গাত্মক, মজাদার অথচ তীক্ষ্ণ গল্প বলার জন্য যেমন প্রশংসা কুড়োচ্ছে, তেমনই এক বিশেষ দৃশ্য ঘিরে তৈরি হয়েছে প্রবল চর্চা।

আর প্রথম পর্বেই তাকে লাগানো চমক – ‘সমীর ওয়ানখেড়ে’কে ব্যঙ্গ করে পর্দায় একটি চরিত্রকে হাজির করিয়েছেন আরিয়ান? সিরিজের প্রথম পর্বে দেখা যায়—এক আধিকারিক হঠাৎ ঢুকে পড়েন ঝলমলে এক পার্টিতে। সেখানে এক অতিথিকে গাঁজা খেতে দেখে জেরা করলেও, শুনে যে তিনি বলিউডের নন, ছেড়ে দেন। কিন্তু ঠিক পরেই আরেক বলিউডি অতিথিকে—যিনি কেবল মদ্যপান করছিলেন, ড্রাগস নয়—তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন। এই দৃশ্য দেখেই নেটিজেনদের দাবি, এটা আসলে ব্যঙ্গাত্মক ইঙ্গিত প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াঙ্কেড়ে-র দিকে—যিনি ২০২১ সালের বহুচর্চিত মাদক মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করেছিলেন।

 

 

 স্বভাবতই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে আরিয়ানের এই কীর্তি দেখে!  দৃশ্যটি ভাইরাল হতেই একের পর এক প্রতিক্রিয়া ভেসে এসেছে এক্স (টুইটার)-এ—

“সমীর ওয়ানখেড়েকে প্রথম পর্বেই অতিথি চরিত্রে দেখে দারুণ লাগল!”

“ একি !হুবহু ওর মতো লাগছে দেখতে।”

“সমীর ওয়ানখেড়ে এই দৃশ্য দেখে ভীষণ মজা পাবে।”


শুধু দর্শক নন, বলিউডের নামী পরিচালকরা ইতিমধ্যেই মুগ্ধ আরিয়ানের কাজ দেখে। 

রাহুল ঢোলাকিয়া (রইস-এর পরিচালক):
“ কী দারুণ ব্যঙ্গাত্মক প্রথম এপিসোড। ভাই, বাধ্য হয়ে পুরো সিজন দেখতে হবে।”

সুজয় ঘোষ (কাহানি-এর পরিচালক): “অনেকদিন পর এত হাসলাম। নামের মধ্যে পাঁচটা তারা থাকা উচিত ছিল। আমাদের হাসির দরকার ছিল, আরিয়ান সেটা দিয়েছে।”

বুধবার রাতে ইন্ডাস্ট্রির জন্য বিশেষ প্রদর্শনীতেই পাওয়া গিয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। এরপর মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় একপ্রকার হাততালির ঝড় বইছে।


ব্যঙ্গ, প্যারোডি আর সামাজিক মন্তব্য মিলিয়ে ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ যেন একেবারেই নতুন দিশা। নতুন এক সাহসী কণ্ঠস্বর। প্রথম পর্বেই স্পষ্ট হয়ে গিয়েছে—আরিয়ান খান বলিউডে আসছেন সাহসী এক নির্মাতা হিসেবে। তিনি বিতর্ককে ভয় পান না। হাসির আড়ালে তীব্র খোঁচা দিতে জানেন। 

 তা কেন এত গুরুত্ব পাচ্ছে এই দৃশ্য? আসলে,  ২০২১ সালের সেই মাদক মামলাই বদলে দিয়েছিল শাহরুখ খানের পরিবারের জীবন। আরিয়ানকে গ্রেপ্তারের ঘটনায় সমীর ওয়ানখেড়ে ছিলেন শিরোনামে। সেই পরিপ্রেক্ষিতেই এই দৃশ্যকে দর্শকরা দেখছেন প্রতীকী ‘জবাব’ হিসেবে।


সিরিজের প্রথম পর্বেই এমন আলোচনার ঝড়—ফলে পুরো সিজন ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। ভক্ত থেকে সমালোচক—সবাই দেখতে চান, আরিয়ান কতটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন এই ব্যঙ্গাত্মক অথচ সাহসী গল্প বলার ধরন।

 বলা যায়, ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’ শুধু শাহরুখ–গৌরীর ছেলেকে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করল না, বলিউডকেও দিল এক নতুন আওয়াজ, যে ভয় পায় না সত্যকে বিদ্রূপ করতে।