আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ভাগ্যে আরও বিশ্বকাপ আছে, জানিয়ে দিলেন জ্যোতিষী। কবে অবসর নেবেন তারকা ক্রিকেটার সেটাও বাতলে দিলেন। এবারের বিশ্বকাপে ৭৬৫ রান করেও কপালের লিখন বলদাতে পারেননি বিরাট। দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। তাহলে কি দ্বিতীয় বিশ্বকাপ জেতার সম্ভাবনা আর নেই? এক জ্যোতিষী অনুযায়ী, আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন বিরাট। ২০১৬ সালে তাঁর জন্মছক বিচার করে ভবিষ্যদ্বাণী করেন এক জ্যোতিষী। তখনই এমন জানান তিনি। তাই ভাবা হয়েছিল, এবারই হয়তো বিশ্বকাপ পাবেন কোহলি। কিন্তু সেটা হয়নি। টুর্নামেন্টের সেরা হলেও অধরা থেকে গিয়েছে ট্রফি। কিন্তু সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এখনও বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে বিরাটের। এর আগে তারকা ক্রিকেটারকে নিয়ে করা একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। যার মধ্যে রয়েছে এবারের বিশ্বকাপ না জেতা। তিনি জানিয়েছিলেন, ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে বিয়ে হবে কোহলির। কথা অনুযায়ী ২০১৭ সালের শেষে অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয়। কোহলির বাবা হওয়া, খারাপ ফর্ম সবই জানিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দ্বিতীয়বার বাবা হতে পারেন বিরাট। ইতিমধ্যেই অনুষ্কার প্রেগন্যান্সি নিয়ে রটনা চলছে। তিনি জানান, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে দ্বিতীয়বার কোহলির জীবনের সেরা সময় আসবে। সেই সময়ই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী করেন। অর্থাৎ ২০২৭ বিশ্বকাপ জিতবেন বিরাট? পরের একদিনের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। তাই সেখানে কাপ জয় সহজ হবে না। তবে সংশ্লিষ্ট জ্যোতিষীর কথা অনুযায়ী, দেশকে বিশ্বকাপ দেওয়ার পরই ২০২৮ সালে অবসর নেবেন কোহলি। মহারাষ্ট্রের জ্যোতিষীর বিরাটকে নিয়ে করা প্রায় সব ভবিষ্যদ্বাণী মিলেছে। তাই চার বছর আগে থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছে কোহলি ভক্তরা।
