আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট দশ উইকেটে জিতে ইতিহাস সৃষ্টি করেছে নাজমুল হোসেন শান্তরা। উল্লেখযোগ্য ভূমিকা নেন শাকিব আল হাসান। ৩০ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু। কিন্তু শাকিবকে কি বাইশ গজে দেখা যাবে? হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের নাম। শাকিবকে অবিলম্বে সিরিজ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় রফিকুল ইসলামের আইনজীবীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আইনি নোটিসও পাঠানো হয়েছে। সেখানে শাকিবকে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দেন, দোষী না সাব্যস্ত হওয়া পর্যন্ত তাঁকে দল থেকে বাদ দেওয়া হবে না। ফারুক আহমেদ বলেন, 'শাকিব খেলা চালিয়ে যাবে। ওকে না খেলানোর আইনি নোটিস আমরা পেয়েছি। আমরা ওদের জানিয়ে দিয়েছি, ওকে খেলানো হবে। এফআইআর ফাইল করা হয়েছে। সবটাই প্রাথমিক পর্যায় আছে। এরপরও অনেকগুলো ধাপ রয়েছে। যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে, ওকে খেলানো হবে। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে। সেই সিরিজেও আমরা ওকে চাই। ও আমাদের প্লেয়ার। প্রয়োজনে আমরা ওকে আইনি সহায়তা দেব। বেশ কয়েকদিন ও লাল বলের ক্রিকেট খেলেনি। সেই কারণেই ওকে সারের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। যাতে লাল বলের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে।' এই সিদ্ধান্তের ফলে ভারতের বিরুদ্ধে দুটো টেস্টেও খেলবেন শাকিব। 

প্রসঙ্গত, রুবেলের বাবা রফিকুল ইসলাম বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৭ আগস্ট মৃত্যু হয় তাঁর ছেলের। ঢাকার আদাবর পুলিশ স্টেশনে এফআইআর করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫৪ জনের একটি তালিকা দেওয়া হয়। সেখানে ২৮তম স্থানে রয়েছে শাকিবের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আইনি নোটিসও পাঠানো হয়েছে। সেখানে শাকিবকে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের বোর্ড সভাপতি জানান, দুই টেস্টের বিরতিতে শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন ফারুক আহমেদ।