আজকাল ওয়েব ডেস্ক: হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই অনেক বাড়িতে এই গাছের জন্য আলাদা করে জায়গা করা থাকে। বাড়ির একটি নির্দিষ্ট কোণে তুলসী গাছ স্থাপন করার নিয়ম রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস, পবিত্র তুলসীগাছে দেবী লক্ষ্মীর বাস। তাই নিয়মিত তুলসী গাছে জল দিলে বাড়িতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে, ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।  

কথিত রয়েছে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তুলসী স্পর্শ করতে হয়। অন্যথায় বিনা কারণে এই গাছ শুকিয়ে যেতে পারে। যা নাকি মারাত্মক বিপদের ইঙ্গিত! এমনটা হলে সংসারে হতে পারে নিত্য অশান্তি, পরিবারের কারও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়া তুলসীর পাতা যদি আপনা থেকেই বিবর্ণ হয়ে যায় তাহলেও বিপদ হওয়ার আশঙ্কা থাকে বলে প্রচলিত বিশ্বাস।

হিন্দু ধর্মমতে, শুদ্ধাচারে তুলসীর পুজো করা উচিত। বছরের নির্দিষ্ট সময় তুলসীগাছে মঞ্জরী দেখা যায়। সেইসময় একেবারেই অশুচী অবস্থায় তুলসী স্পর্শ করা উচিত নয়। অনেকে তুলসী গাছে লাল কাপড় ঢেকে রাখেন। শাস্ত্রেও এর উল্লেখ মেলে। মনে করা হয়, এমনটা করলে দেবি লক্ষ্মীর কৃপালাভ সম্ভব।

এছাড়া তুলসীগাছ একটি নির্দিষ্ট দিকে রাখলে শুভ বলে গণ্য হয়। বাস্তুমতে, বাড়িতে তুলসী গাছ উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যায় এই তুলসীগাছের সামনে ধূপ বা প্রদীপ জ্বালানো বিশেষ ফলদায়ক। এছাড়া পূর্ব দিকেও তুলসী গাছ রাখা যেতে পারে। এতে গোটা বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। বাড়ির অমঙ্গল দূর হয়। বাস্তশাস্ত্র মতে, এইসব নিয়ম মেনে চললে যেমন একদিকে গৃহে শান্তি ছড়িয়ে পড়ে, তেমনই অন্যথায় ঘটতে পারে মারাত্মক বিপদ।