উত্তর ২৪ পরগনার বসিরহাটের অরবিন্দ মন্ডল বাড়ির পতিত জমিতেই শুরু করেছিলেন সুপারি চাষ। প্রথমে শখের বসে শুরু করলেও এখন সেটিই তাঁর প্রধান আয়ের উৎস।
2
5
অব্যবহৃত জমিতে প্রায় ৪০০টি সুপারি গাছ রোপণ করে তিনি লাখ টাকারও বেশি আয় করছেন। ফলে পতিত জমি এখন হয়ে উঠেছে আয়ের ক্ষেত্র ও আত্মনির্ভরতার প্রতীক।
3
5
উন্নত প্রজাতির গাছ ২.৫–৩ বছরের মধ্যেই ফল দেয়। সামান্য পরিচর্যা, নিয়মিত জলসেচ আর প্রাকৃতিক পরিবেশ থাকলেই ভালো ফলন সম্ভব।
4
5
একবার রোপণ করলে বহু বছর পর্যন্ত গাছ থেকে ফল সংগ্রহ করা যায়। ফলে এটি একদিকে কৃষকের স্থায়ী আয়ের উৎস, অন্যদিকে নিরাপদ বিনিয়োগ।
5
5
অরবিন্দ মন্ডলের সাফল্য এখন গ্রামীণ সমাজে অনুপ্রেরণা জুগিয়েছে। পরিকল্পনা, পরিশ্রম ও পতিত জমির সদ্ব্যবহারে সুপারি চাষ হতে পারে গ্রামের অর্থনীতির নতুন দিগন্ত।