নিজস্ব সংবাদদাতাঃ স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল', 'রোশনাই' ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় কাজ শুরু করলেন শুভশ্রী চক্রবর্তী। আকাশ আট চ্যানেলের 'খনা' ধারাবাহিকে 'ধরা' দেবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী।
পাঁচ বছরের কেরিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন শুভশ্রী। শীঘ্রই জি বাংলা অরিজিনালসের 'তেজপাতা' ছবিতে ইশা সাহার প্রিয় বন্ধুর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এরই সঙ্গে কয়েক মাসের বিরতির পর ধারাবাহিকে ফিরলেন তিনি। 'খনা' ধারাবাহিকের বরাহ মিহিরের স্ত্রী 'ধরা' দেবীর চরিত্রে ধরা দেবেন শুভশ্রী। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং। 'বরাহ মিহির'-এর চরিত্রে অভিনয় করছেন তীর্থ মল্লিক।
শুভশ্রী জানিয়েছেন, 'এই মুহূর্তে ছোট পর্দায় ফেরার তেমন চিন্তাভাবনা ছিল না, তবে এই চরিত্রটার জন্যই কাজ করা। এই ধরনের চরিত্র আমি আগে করিনি, লুকটা একদম আলাদা, মেকআপ প্রায় করতেই হচ্ছে না। চুলের জন্য যা সময় লাগছে। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য নিজের কথা বলা, চালচলন সবটাই বদলাতে হচ্ছে। বেশ চ্যালেঞ্জিং আমার জন্য। এমন চরিত্র নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দিদার কাছে প্রথমবার খনার গল্পটা শুনেছিলাম।'
বরাহ মিহির ও খনাকে কেন্দ্র করেই মূলত এই গল্প। বরাহ মিহির এবং ধরার পুত্র সন্তান মিহিরকে জলে ভাসিয়ে দেওয়া হয়, যা কখনই মন থেকে মেনে নিতে পারেন না ধরা, সন্তানের জন্যই বদলায় স্বামীর সঙ্গে সম্পর্কে সমীকরণ। এরপর ভবিষ্যৎবাণী নিয়ে খনার সঙ্গে বরাহ মিহিরের গল্প অনেকেই জানেন, তবে এক্ষেত্রে গল্প কীভাবে এগোবে, কোন সময় অবধি খনাকে দেখানো হবে, তা এখনই বলা যাচ্ছে না। আপাতত শুটিংয়ে ব্যাস্ত শুভশ্রী, চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই ধারাবাহিক।
