‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে খলনায়কের চরিত্রে পর্দায়  ছিলেন ববি দেওল! সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে তাঁর স্ক্রিনটাইম ছিল মাত্র ১৫ মিনিট, কিন্তু প্রভাব? তিন ঘণ্টার ছবির থেকেও গভীর! দর্শক-সমালোচকরা একবাক্যে বলেছিলেন—এই স্বল্প উপস্থিতিতেই রণবীরকে ছাপিয়ে গিয়েছেন ববি।

কিন্তু এই প্রশংসা শুনে এবার কী বললেন অভিনেতা? সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে ববি-র উত্তর মুগ্ধ করেছে নেটপাড়াকে।

তিনি বলেন, “এসব কিছুই না। রণবীরকে তিন ঘণ্টা ছবিটা টানতে হয়েছে, আর আমাকে শুধু ১৫ মিনিট। যদি রণবীর ওই তিন ঘণ্টা ওরকম দুর্দান্ত না সামলাত, তাহলে আমার ওই ১৫ মিনিটের অভিনয়ের কোনও মূল্যই থাকত না।” ববি আরও যোগ করেন, “আমার চরিত্রের প্রভাব জনতামহলে তৈরি হয়েছে রণবীরের ওরকম দুরন্ত অভিনয়ের জন্যই। ও যদি ঠিকভাবে না পারফর্ম করত, তাহলে ছবিতে আমার উপস্থিতির কোনও অর্থ থাকত না। আসলে, কোনও অ্যাকশন বা ড্রামা তখনই কাজ করে, যখন নায়ক আর খলনায়ক দু’জনেই শক্তিশালী হয়। শুরু থেকেই যদি সবাই জানে নায়কই জিতবে, তাহলে মজাই থাকে না।”


ববির এই বিনয়ী মন্তব্যই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “এতটুকুও হিংসা বা নিরাপত্তাহীনতা নেই, শুধু খাঁটি অভিনেতা! লর্ড ববি, সত্যিই তুমি ভালবাসার দাবিদার।” আরেকজন মজা করে লেখেন, “লর্ড ববি, খাঁটি জবাব! কী মিষ্টি একটা মানুষ।” কেউ লিখলেন, “মন ভাল‌ করা জবাব।” আবার এক ব্যবহারকারী যোগ করেন, “সলমন, রণবীর আর  ববি—সবচেয়ে সিকিওর অভিনেতা।”

প্রসঙ্গত, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা এবং ততৃপ্তি দিমরি অভিনীত এই অ্যাকশন-ড্রামা এক বাবা-ছেলের সম্পর্ক, প্রতিশোধ এবং আবেগের গল্প। ছবিটি হিংস্রতা ও নারীবিদ্বেষ নিয়ে বিতর্কে জড়ালেও বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল—ভারতে আয় প্রায় ৫৫৩.৮৭ কোটি টাকা এবং বিশ্বজুড়ে এ ছবির মোট আয় ছিল ৯১৫ কোটি টাকা!

ববি দেওল এখন ব্যস্ত অনুরাগ কাশ্যপের থ্রিলার ‘বান্দর’ নিয়ে, যা ২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) বিশেষ প্রদর্শনী বিভাগে প্রিমিয়ার হয়েছে। ছবিটিতে সানিয়া মালহোত্রাও রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। এর পাশাপাশি, ববি রয়েছেন যশ রাজ ফিল্মসের স্পাই-ইউনিভার্সের আগামী ছবি 'আলফা'-তেও, যেখানে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের সঙ্গে দেখা যাবে তাঁকে। এই ছবিটি বড়দিন ২০২৫-এ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।