সংবাদ সংস্থা মুম্বই: ‘কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতারাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। কখনও সেই সশব্দে মুখ থুবড়ে পড়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে বহুদিন ধরে। কীভাবে সেইসব ব্যর্থতা, এক অর্থে বিভীষিকা একা হাতে সামলেছিলেন শাহরুখ? সম্প্রতি, নিজেই সেই গোপন টোটকা ফাঁস করলেন শাহরুখ। 


দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিট উপস্থিত হয়ে ব্যর্থতা নিয়ে মুখ খোলেন কিং খান। জানালেন কীভাবে ব্যর্থতার ছায়াকে বাড়তে দেননি তিনি জীবনে। বললেন, “আমার হারতে খারাপ লাগে। হেরে যাওয়ার পর খুব কষ্ট হয়, তবে আমি সেটা কখনই কাউকে বাইরে থেকে বুঝতে দিই না। বাথরুমে গিয়ে কেঁদে ফেলি! আজও বাথরুমে প্রচুর কাঁদি।” 

 

“যখন আপনার ছবি ব্যর্থ হয়েছে, তা মানে এই নয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে! এই মাটি, এই পৃথিবী-কেউই আপনার বিরুদ্ধে নয়। হয়তো কোনওভাবে ভুল হয়ে গিয়েছে। কোনওভাবে খারাপ পারফর্মেন্স হয়ে গিয়েছে। এই ব্যাপারটা মাথায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে। খুঁজে নিতে হবে কেন ব্যর্থ হয়েছিলাম। সেটা শুধরোতে হবে নিজেকেই। তারপরেই রাজকীয়ভাবে কামব্যাক করতে হবে!” আরও বলেন, “যখন আপনি ব্যর্থ হন, তখন মনে করা উচিত নয় যে, আপনার কাজে ভুল হয়েছে। হয়ত আপনি যে পরিবেশে, যে প্রক্রিয়ায় কাজ করছেন, সেটিকে ভুল বুঝেছেন। আপনাকে বুঝতে হবে মানুষ কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। আমি যাঁদের জন্য কাজ করছি, তাঁদের মধ্যে যদি আবেগের উদ্রেক না করতে পারি, তা হলে কাজটি যতই ভাল হোক, তা সফল হবে না।”

 

আপাতত সুজয় ঘোষের আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন ‘বাদশা’। সেই ছবিতে মুখ্যভূমিকায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা। খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ২০২৫-এর জানুয়ারি থেকেই শুটিং শুরু হবে ‘কিং’-এর।