সংবাদসংস্থা মুম্বই: ১৬ বছর বয়স থেকে অভিনয়। তিন বছরের মধ্যে ২১টি ছবি! তার মধ্যে বেশ কয়েকটি সুপারহিট। অভিনয় জগতে প্রবেশ করেই বলিউডে ছাপ ফেলেছিলেন দিব্যা ভারতী। পাশাপাশি ছাপ ফেলেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমাতেও। কিন্তু ১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। হত্যা, আত্মহত্যা না কি দুর্ঘটনা? তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। দিব্যা যখন মারা যান, তখন তিনি একসঙ্গে ১০টি ছবিতে অভিনয় করছিলেন! দিব্যার ‘জুতোয় পা গলিয়ে’ রাতারাতি খ্যাতি পান অনেকে। যার মধ্যে অন্যতম শ্রীদেবী এবং রবীনা ট্যান্ডন। ৩১ বছর পরেও বলি অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর কারণ অজানা। এবার তা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান বলি-অভিনেত্রী গুড্ডি মারুতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গুড্ডির দাবি, স্বামী তথা ছবি প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার গাড়ি দেখার জন্য পাঁচ তলার জানলা থেকে বিপজ্জনকভাবে ঝুঁকেছিলেন দিব্যা ভারতী। আর তখনই সেখান থেকে হঠাৎ পড়ে গিয়ে প্রয়াত হন দিব্যা। মারুতি আরও বলেন, সেই সময় দিব্যার ফ্ল্যাটে অতিথি হিসাবে হাজির ছিলেন বলিপাড়ার বিখ্যাত পোশাকশিল্পী নীতা লুল্লা। তিনিও, দিব্যাকে পাঁচ তোলা থেকে পড়ে যেতে দেখেন। এরপরেই একটি অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেছেন মারুতি। তিনি জানান, অভিনেত্রীর মৃত্যুর পরমুহূর্তেই একটি বিড়ালকে সেই ফ্ল্যাটে তিনি দেখেছিলেন, যার সারা মুখে লেগেছিল রক্ত!
উল্লেখ্য, ডিজাইনার নীতা লুল্লা-ও সেই সময়ে পুলিশকে জানান, কয়েক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটেছে। তাই তিনি স্পষ্ট করে জানেন না যে দিব্যা আত্মহত্যা করেছিলেন, নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, দিব্যার রহস্যমৃত্যু নিয়ে বই লিখেছিলেন ট্রয় রিবেইরো।এই ঘটনার তিনি নিজেও এক জন সাক্ষী ছিলেন।
