নিজস্ব সংবাদদাতা: শনিবার রাতে খুন হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী। ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকীর দফতরের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে বাজি ফাটাচ্ছিলেন তিনি, তখনই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। এরপর গুরুতর অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। বাবা সিদ্দিকীর মৃত্যুর খবর পাওয়ামাত্রই 'বিগ বস'-এর শুটিং ফেলে লীলাবতী হাসপাতালে ছুটে গিয়েছেন সলমন। আগামী রবিবারের 'বিগ বস'-এর 'উইকেন্ড কা ওয়ার' পর্বের শুটিং সারছিলেন 'টাইগার'।
সিদ্দিকীর সঙ্গে সলমনের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। পরস্পর পরস্পরের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বহুবার। সূত্রের খবর, প্রয়াত এনসিপি নেতার মৃতদেহের সামনে মূহ্যমান হয়ে যান সলমন। বহু কষ্টে নাকি চোখের জল সামলানোর চেষ্টা করছিলেন তিনি। সিদ্দিকীর মৃতদেহের সামনে বিড়বিড় করে অস্ফুটে তাঁর নাম ধরে ডাকতেও নাকি দেখা গিয়েছে সলমনকে।
প্রসঙ্গত, সলমন-শাহরুখ-সঞ্জয় দত্তদের মত বলিউডের তাবড় তাবড় তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাবা সিদ্দিকীর। বিভিন্ন সময়ে তাঁর দেওয়া পার্টিতে বলি তারকাদের দেখা গিয়েছে। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেই দীর্ঘ বছরের সমস্যা মিটিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ-সলমন। তাঁদের ঝামেলা মেটানোয় মধ্যস্থতা করেছিলেন সিদ্দিকী স্বয়ং!
সিদ্দিকী খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে জানিয়েছিল পুলিশ। রবিবার সকালে মুম্বই পুলিশের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম কর্নেইল সিংহ এবং ধরমরাজ কাশ্যপ। এক জন উত্তরপ্রদেশ এবং এক জন হরিয়ানার বাসিন্দা। পুলিশের দাবি, জেরার মুখে দু’জনই স্বীকার করে নিয়েছেন, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, যাঁরা এই কাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
