আজকাল ওয়েবডেস্ক: দিল্লি মেট্রোতে প্রতিদিনের মতো যাত্রা করছিলেন এক ব্যক্তি। কিন্তু হঠাৎই তিনি একটি অদ্ভুত জিনিস দেখে চমকে ওঠেন — মেট্রোর একটি গেটের পাশে পড়ে ছিল বিশাল একটি বাক্স, যার মধ্যে ছিল সরকারি স্বাস্থ্য প্রচারের জনপ্রিয় নাম ‘নিরোধ’ কনডমের অসংখ্য প্যাকেট। Reddit-এ ওই যাত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায়, বড় একটি বাক্সে ভর্তি রয়েছে বহু কনডমের প্যাকেট। পোস্টকারী দাবি করেছেন, পুরো বাক্সে থাকা কনডমগুলির মধ্যে মাত্র তিনটি প্যাকেট খোলা অবস্থায় পাওয়া গেছে।
ছবিটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে মনে করিয়ে দেন, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) এর আগেও স্বাস্থ্য সচেতনতা প্রচারের অংশ হিসেবে কনডম বিতরণের উদ্যোগ নিয়েছিল। কেউ কেউ আবার মজা করে মন্তব্য করেন, মেট্রো যাত্রীরা বাক্সটি দেখে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা নিশ্চয়ই দেখার মতো ছিল। একজন মন্তব্য করেছেন, “আগে তো বাসস্ট্যান্ড, রেলস্টেশন এসব জায়গাতেই বিক্রি হতো, এখন আবার ফিরে এল সেই দিন!”
আরেকজন Reddit ব্যবহারকারী লেখেন, “সত্যি বলুন তো, মানুষ ‘নিরোধ’ ব্র্যান্ডটা এখনও ব্যবহার করে? আমি মেডিক্যাল ছাত্র, ক্লাসে গর্ভনিরোধক বিষয়ে পড়েছি, তাই জানি। কিন্তু বাস্তবে কেউ ব্যবহার করে শুনিনি। তবু আমি মনে করি, স্বাস্থ্য দপ্তরের এই প্রকল্পটা দেশের জন্য দারুণ উদ্যোগ।”
অন্য একজন ব্যবহারকারী মজার ছলে বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম এগুলো পপ-পপ ক্র্যাকার্স, পরে কমেন্ট পড়ে বুঝলাম কনডম!”
 
 আরেকটি মন্তব্যে কেউ লিখেছেন, “সরকারি প্রকল্পে দেওয়া ফ্রি কনডমগুলো অনেক সময়েই অন্যত্র বিক্রি হয়ে যায়। এটাই সরকারি ব্যবস্থার সাধারণ দৃষ্টান্ত।”
আরও পড়ুন: ওলা-উবারের দিন শেষ? চড়া ভাড়া থেকে মুক্তি দিতে আসছে সরকারি অ্যাপ ক্যাব ‘ভারত ট্যাক্সি’
উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে সরকারি সংস্থা HLL Lifecare Limited—যা দেশের অন্যতম বৃহৎ গর্ভনিরোধক প্রস্তুতকারক—দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে মেট্রো স্টেশনগুলিতে ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা নেয়। এসব মেশিন থেকে যাত্রীরা কিনতে পারতেন ‘নিরোধ’ কনডম, মৌখিক গর্ভনিরোধক ও স্যানিটারি ন্যাপকিনের মতো স্বাস্থ্যপণ্য।
‘নিরোধ’ ব্র্যান্ডটি প্রথম চালু হয়েছিল ১৯৬০-এর দশকে, ভারত সরকারের পরিবার পরিকল্পনা ও যৌনরোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে। এটি জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি যৌন সংক্রমিত রোগ (STI) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সরকারি স্বাস্থ্যকেন্দ্র, Targeted Intervention (TI) প্রকল্পে যুক্ত এনজিও, Integrated Counseling and Testing Centre (ICTC) এবং Anti-Retroviral Therapy (ART) কেন্দ্রগুলির মাধ্যমে এই কনডম বিনামূল্যে বিতরণ করা হয়, বিশেষত এইচআইভি/এইডস প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে।
যদিও মেট্রো স্টেশনে পড়ে থাকা এই বিশাল বাক্সটি কোথা থেকে এলো তা এখনও স্পষ্ট নয়, সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় অব্যাহত। কেউ এটিকে সরকারের উদ্যোগের উদাসীনতা বলছেন, কেউ আবার জনস্বাস্থ্য সচেতনতার এক মজার অধ্যায় হিসেবে দেখছেন। কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায়—‘নিরোধ’ আবারও এক নতুন রূপে ফিরেছে জনচর্চায়।
