আজকাল ওয়েবডেস্ক: নবনিযুক্ত ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর প্রথম রায়ে জানান, ১৯৯৮ সালে মহারাষ্ট্র সরকার পুনের কন্ধওয়া বুদ্রুকে যেসব বনভূমি বেসরকারি পার্টির হাতে তুলে দিয়েছিল, তা সম্পূর্ণ অবৈধ।

শীর্ষ আদালত মন্তব্য করে, “এটি রাজনীতিক, আমলা ও নির্মাণকারীদের অশুভ যোগসাজশের বিশেষ উদাহরণ।” আদালত নির্দেশ দিয়েছে, বিতর্কিত জমি বন দপ্তরের কাছে ফিরিয়ে দিতে হবে।

আদালত আরও জানায়, জুলাই থেকে আগস্ট ১৯৯৮ সালের মধ্যে জমির ব্যবহার বদলানোর তড়িঘড়ি সিদ্ধান্তেই বোঝা যায়, তৎকালীন রাজস্বমন্ত্রী এই অনিয়মে জড়িত ছিলেন।

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে খতিয়ে দেখতে হবে—বেসরকারি পার্টিকে বনভূমি দেওয়া হয়েছে কি না। এমন বরাদ্দ পাওয়া জমি বন দপ্তরের অধীনে ফেরত দিতে হবে।

প্রধান সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের হাতে থাকা বনভূমি বন দপ্তরের অধীনে আনা হোক। যদি সেই জমি রূপান্তরের মাধ্যমে বন উচ্ছেদ হয়ে থাকে, তবে ফের বন গড়ার জন্য পর্যাপ্ত অর্থ নির্ধারণ করতে হবে।

শীর্ষ আদালত স্পষ্ট করেছে, কেন্দ্রের পূর্বানুমতি ছাড়া সংরক্ষিত বনভূমি কোনও ব্যক্তিকে লিজে দেওয়া যাবে না।

উল্লেখ্য, মহারাষ্ট্রের রাজস্ব দপ্তর ১১.৮৬ একর বনভূমি পুনের কন্ধওয়া বুদ্রুকে 'রিচি রিচ কলোনি'-র নামে বরাদ্দ দিয়েছিল, যা বন দপ্তরের আপত্তি সত্ত্বেও করা হয়। আদালত জানিয়েছে, এই কলোনির জন্য দেওয়া পরিবেশগত ছাড়পত্র অবৈধ।