আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, আল নাসের ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু যাবতীয় জল্পনা-কল্পনা উড়িয়ে আরও দু'বছরের জন্য সৌদি আরবের ক্লাবে সই করেন পর্তুগিজ তারকা। ইউরোপীয় ফুটবলে‌ ফেরার দরজা বন্ধ করে দেন। সৌদি প্রো লিগে গত দু'বছরে সর্বোচ্চ গোলদাতা হন। ব্যক্তিগত সাফল্য পেলেও, আল নাসেরকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন করতে পারেনি আল নাসের। ক্লাবের এই ব্যর্থতা তাঁকে অন্যত্র সই করার বিষয়ে ভাবাচ্ছিল। কেরিয়ারের বাকি অংশটুকু অন্য ক্লাবে শেষ করার কথা ভাবছিলেন। কিন্তু গত এক সপ্তাহে অনেক কিছু বদলে গিয়েছে। 

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়। জানানো হয়, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০২৭ সাল পর্যন্ত আল নাসের‌ এফসিতে থাকছেন।' কিন্তু আচমকা সবকিছু বদলে গেল কিভাবে? ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ থেকে আরও দু'বছরের চুক্তি? প্রকাশ্যে এসেছে সৌদি ক্লাবের বাম্পার অফের। যা হয়ত পর্তুগিজ তারকাকে ভাবতে বাধ্য করেছে। একটি রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক বছর ক্লাব থেকে তাঁর আয় ১৭৮ মিলিয়ন পাউন্ড। দুই বছরে ভারতীয় মুদ্রায় তাঁর আয় প্রায় ২০০০ কোটি। দ্বিতীয় বছরে বাড়তি বোনাস আছে। এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, গোল্ডেন বুট জিতলে বাড়তি বোনাস থাকছে। এছাড়াও গোল করার, অ্যাসিস্ট করার জন্য বাড়তি টাকা। যা দ্বিতীয় বছর ২০ শতাংশ বাড়বে। থাকছে আল নাসের ক্লাবের ১৫ শতাংশ মালিকানা। পাবেন প্রাইভেট জেট। আগের চুক্তির দ্বিগুণ সুযোগসুবিধা। প্রসঙ্গত, ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে যোগ দেন রোনাল্ডো। কেরিয়ারের সায়াহ্নে অনেকেই এই দেশের ক্লাবের সঙ্গে যুক্ত হন। পর্তুগিজ তারকা যোগ দেওয়ার পর এই ট্রেন্ড আরও বেড়ে গিয়েছে। সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করে আল নাসের। ফের ট্রফিহীন। তারপর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো পোস্ট করেন, 'এই পর্ব শেষ।' কিন্তু গত এক সপ্তাহে উলট-পুরাণ।‌ সৌদির ক্লাবের বাম্পার অফের প্রত্যাখ্যান করতে পারলেন না পর্তুগিজ তারকা।