একসময় খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন জায়রা ওয়াসিম। আমির খানের ‘দঙ্গল’-এর হাত ধরে তাঁর বলিউডে কেরিয়ারে হাতেখড়ি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছোট বয়সেই প্রাপ্তি হয় জাতীয় পুরস্কার। দর্শকের প্রশংসা, ভালবাসা সবই ছিল ঝুলিতে। কিন্তু আচমকা অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেন তিনি। খ্যাতির জগৎ ছেড়ে নিজের বিশ্বাস ও ধর্মীয় পথে হাঁটার সিদ্ধান্ত নেন। একাধিকবার বোরখা, হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে আসেন। ২০১৯ সালে চলচ্চিত্র দুনিয়াকে বিদায় জানান জায়রা। আর এবার সেই কাশ্মীরের মেয়ের জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। বিয়ে করলেন জায়রা ওয়াসিম।

জায়রা তাঁর নিকাহ অনুষ্ঠানের কিছু ছবি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, জায়রার পরনে লাল রঙের বিয়ের পোশাক। আর পাত্রের গায়ে ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। একটি ছবিতে তাঁরা দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে আছেন। তবে মুখ ক্যামেরার দিকে নয়,  আকাশের দিকে তাকিয়ে যেন চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘গীতা’। অন্য একটি ছবিতে মেহেন্দি পরা হাতে নিকাহনামা স্বাক্ষর করছেন প্রাক্তন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘কবুল হ্যায়।’। 

আরও পড়ুনঃ 'আমার স্বামীর পায়ের নখেরও যোগ্য নয়', সঞ্জীব কুমারকে এত বড় অপমান কোন নায়িকার

যদিও বিয়ে প্রসঙ্গে জায়রা বেশি কিছু প্রকাশ করেননি। তিনি কার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তা জানাননি। জায়রার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অসংখ্য শুভেচ্ছা বার্তা পাঠান অনুরাগীরা। নেটাগরিকদের মধ্যে কেউ কেউ লিখেছেন, “যেমনভাবে তিনি নিজের বিশ্বাসের পথে দৃঢ় থেকেছেন, তেমনভাবেই নতুন জীবনে সুখী থাকুন।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zaira Wasim (@zairawasim_)