সংবাদসংস্থা, মুম্বই: বলিউডে সুখবর আসল বলে! যে কোনও মুহূর্তে খুশির খবর দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। শুক্রবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির এবং মাউন্ট মেরি চার্চে গিয়ে প্রার্থনা করে এসেছিলেন দম্পতি। ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই শনিবার দীপিকাকে নিয়ে হাসপাতালে পৌঁছলেন রণবীর। তবে কি গণেশ চতুর্থীর দিনই সেই প্রতীক্ষিত খবর দেবেন ‘রাম-লীলা’? জল্পনা তুঙ্গে। 

শনিবার বিকেলে রণবীর-দীপিকার হাসপাতালে ঢোকার ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, দীপিকাকে নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন রণবীর৷ বিকেল ৫টা নাগাদ দীপিকা পাড়ুকোনের গাড়ি পৌঁছয় রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালের সামনে। সঙ্গে ছিলেন নায়িকার মা। সেই দৃশ্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ‘বাজিরাও-মস্তানি’-কে আগাম শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা, এমন প্রার্থনাও করেছেন অনুরাগীরা। 

সেপ্টেম্বরেই জীবনের নয়া অধ্যায়ে পা রাখবেন বলিউডের তারকা দম্পতি। সন্তান আসছে তাঁদের কোলে। কয়েকদিন আগে শোনা যায়, ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। তবে তার দিন কুড়ি আগেই গণেশ চতুর্থীর দিন হাসপাতালে গেলেন অভিনেত্রী। সাধারণ চেকআপ নাকি অন্য কোনও কারণে এদিন হাসপাতালে যান তারকা দম্পতি, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
 
শুক্রবার সিদ্ধি বিনায়ক মন্দিরে সবুজ শাড়ির আঁচলে স্ফিতোদর ঢেকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায় দীপিকাকে। ধূসর সাদা কুর্তায় স্ত্রীর হাত ধরে ছিলেন রণবীর সিং। খালি পায়ে হেঁটেই দেব দর্শন করলেন তাঁরা। সেই সঙ্গে দীপিকার কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই খেয়ালও রাখলেন রণবীর।এরপরই তাঁরা মাউন্ট মেরি চার্চে যান। তাঁদের এই মিষ্টি মুহূর্ত ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। প্রেগন্যান্সির কথা ঘোষণার পর একাধিকবার কটাক্ষের শিকার হন 'পদ্মাবত' নায়িকা। গর্ভাবস্থায় দীপিকাকে শ্যুটিং করতে দেখে অবাক হন অনেকেই। যদিও এই বিষয়ে কোনও দিনই প্রতিক্রিয়া দেননি দীপিকা ও রণবীর। তাঁরা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। এরপর বেবি বাম্প সমেত একাধিকবার সর্বসমক্ষে দেখা মেলে দীপিকার। সম্প্রতি ‘ম্যাটারনেটি’ ফটোশুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী।