আজকাল ওয়েবডেস্ক: যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। যুজির স্ত্রীর আইনজীবী জানান, ডিভোর্সের মামলা এখনও চলছে। তবে এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দুটো পোস্ট করেন চাহাল এবং ধনশ্রী। তারপর থেকেই অনেকে মনে করছেন, তাঁদের বিবাহ বিচ্ছিদের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে কেউই মুখ খোলেনি। কিন্তু গত কয়েকদিন বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, চাহালের থেকে ৬০ কোটি খোরপোষ দাবি করেছেন ধনশ্রী। কিন্তু এমন গুজব উড়িয়ে দেন ধনশ্রীর বাড়ির এক সদস্য। বরং, ভুল খবর প্রচারের জন্য সতর্কও করেন। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'খোরপোষের অঙ্ক নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তাতে আমরা খুবই ক্ষুব্ধ। পরিষ্কার করে বলতে চাই, এরকম কোনও আর্থিক অঙ্ক চাওয়া হয়নি। এইসব রটনায় কোনও সত্যতা নেই। এরকম তথ্য পেশ করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। শুধু দু'জনকে নয়, এইসব ভুল তথ্য দিয়ে তাঁদের পরিবারকেও টানা হচ্ছে। এইধরনের রিপোর্টিং ক্ষতিকারক। মিডিয়াকে অনুরোধ করব, কিছু রটানোর আগে তথ্য খতিয়ে দেখার জন্য।'
কিছু রিপোর্টে জানানো হয়েছিল, দু'জনের ডিভোর্স হয়ে গিয়েছে। সেটাও ফুৎকারে উড়িয়ে দেয় ধনশ্রীর আইনজীবী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি আছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে চাহালের স্ত্রীর আইনজীবী অদিতি মোহন জানান, 'বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে আমার কোনও মন্তব্য করার নেই। বিষয়টা কোর্টের অধীনে আছে। রিপোর্ট করার আগে মিডিয়ার উচিত সত্যতা যাচাই করা। কারণ ভুল তথ্য বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে।' দু'জনের আগের দিনের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও জলঘোলা চলছে।
