আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের সীমান্তবর্তী জেলা বারমেরে এক বিতর্কিত ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে এক পুরুষ ও এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে একটি গ্রামের মাঠে, যেখানে এক যুবক গোপনে মোবাইল ফোনে ভিডিওটি ক্যাপচার করে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি আর কেউ নন গুদামালানি এলাকার এক স্থানীয় বিজেপি নেতা পুরখারাম প্যাটেল।

যদিও এই দাবি এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর থেকেই এলাকাজুড়ে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">October 25, 2025

কিছু সংবাদমাধ্যম ও স্থানীয় ইউটিউব চ্যানেলে এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ওই ব্যক্তি দাবি করেছেন ভিডিওটিতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি তাঁর আত্মীয় এবং তাঁরা কেবল মাঠে কাজ করছিলেন, তখনই কেউ গোপনে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়।

তাঁর বক্তব্য, ‘এই ঘটনার মাধ্যমে আমাদের ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে।’ এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে পুলিশের তরফে তদন্ত বা আইনি পদক্ষেপের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

তবে ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও নিন্দার সুর শোনা যাচ্ছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে, বিজেপির পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি বা মন্তব্য প্রকাশ করা হয়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।