নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালেই থাকতে চান তিনি। অনুরাগীদের চোখে 'রাসমণি'র চরিত্র পেরিয়ে নতুনভাবে নিজেকে প্রমাণ করার লড়াই আজও জারি আছে। স্নিগ্ধা দে'র সঙ্গে মন খোলা আড্ডায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

'রাজনীতি'র 'রাশি' বাস্তব জীবনে কতটা রাজনীতির শিকার?

দিতিপ্রিয়া: বাস্তবে পারিবারিক রাজনীতির শিকার হতে হয়নি একেবারেই। আমাদের মত মধ্যবিত্ত পরিবারে এইসব ভাবা যায়না। কাজের ক্ষেত্রেও এখনও পর্যন্ত সেই অভিজ্ঞতা হয়নি। প্রায় উনিশ বছর ধরে এই ইন্ড্রাস্ট্রিতে রয়েছি। কাজের ক্ষেত্রে প্রচুর ভালবাসা পেয়েছি। 'রাজনীতি' আমায় অনেক কিছু শিখেয়েছে বলতে পারি।

দৃষ্টিভঙ্গি বদলাতে পেরেছে কি এই সিরিজ?

দিতিপ্রিয়া: অবশ্যই। কাউকে সহজে বিশ্বাস করা যে কতটা ভুল সেটা শিখিয়েছে । আমি ব্যক্তিগত জীবনে খুবই পরিবারকেন্দ্রিক। আমার চারপাশে ঘটে চলা এমন অনেক কিছুই আমি গুরুত্ব দিই না। তেমনই সবাইকে সহজে বিশ্বাসও করতে পারি না। যদিও কাছের মানুষও আড়ালে থেকে ক্ষতি করে। তবে সবাইকে নিজের কাছে আসার সুযোগ দেওয়া উচিত নয়।

নতুন চরিত্রে কাজের পরেও এখনও 'রাসমণি'র চরিত্র মনে রেখেছেন দর্শক, এই বিষয়টা কীভাবে দেখেন?

দিতিপ্রিয়া: 'রাসমণি' আমার পরিচিতির অন্যতম কারণ। ভাল লাগে যখন দর্শক আমায় ওই চরিত্রের জন্য চিনতে পারেন। আমি চেষ্টা চালিয়ে যাব যাতে আমার অভিনয় করা অন্য চরিত্রগুলোতেও দর্শক আমায় মনে রাখেন।

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কতটা প্রভাব ফেলে?

দিতিপ্রিয়া: এই বিষয়টার দু'টো দিক আছে। এক, যখন কেউ পরিচিতি পায় তখন তাঁর জীবন নিয়ে অনেক কৌতূহল তৈরি হয় সবার মনে যেটা একদিকে ভাল। আর দুই, এই কৌতূহলের জন্য ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না। সেটা একটু অস্বস্তিকর। আমার বিষয়টা আবার অন্যরকম। যখন যে অভিনেতার সঙ্গে আমি কাজ করি আমার নাম তাঁদের সঙ্গে জড়িয়ে যায়। প্রত্যেকবার নতুন অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেই একটা করে আমার নতুন প্রেমের খবর ভেসে আসে। এটা বেশ মজার ব্যাপার।

সাহিত্যকেন্দ্রিক কাজে আপনাকে আবার কবে দেখবেন দর্শক?

দিতিপ্রিয়া: বেশ কিছু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে কাজ করেছিলাম। খুব প্রশংসা পেয়েছিলাম। ছোট থেকে শুনে আসছি আমার মুখের গড়ন নাকি পুরনো দিনের নায়িকাদের মত। তাই সবাই বলেন সাহিত্যকেন্দ্রিক কাজে আমায় ভাল মানায়। আমারও ভালো লাগে 'রেট্রো লুক'। সুযোগ পেলে অবশ্যই আবারও কাজ করব। আমি এখন সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। নতুন কাজ করতে চাই। পরিচিতির জন্য নয়, নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর জন্য।

'অথৈ'-তে 'বিয়াঙ্কা'র চরিত্রে দেখা যাবে আপনাকে?

দিতিপ্রিয়া: আমায় 'অথৈ'-তে যে চরিত্রে দর্শক দেখবেন এইটুকু বলতে পারি, এরকম চরিত্রে আমায় আগে কখনও ভাবতে পারেননি দর্শক। আমার তরফ থেকে এই চরিত্রটা দর্শকদের জন্য সারপ্রাইজ থাক।