আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। ইনিংসের মাত্র দু'বল বাকি ছিল। কেন এত নীচের দিকে তাঁকে নামানো হয়, সেই নিয়ে প্রশ্ন ওঠে। শেষ বলে আউটও হয়ে যান। খাতা খুলতেই পারেননি। তার আগে ডাগআউটে জাহির খানের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় লখনউয়ের অধিনায়ককে। এই ঘটনাকে কেন্দ্র করে এলএসজির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সমালোচনা করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডের নির্বাচক বলেন, 'আমি বুঝতে পারিনি। মাত্র দু'বলের জন্য কেন ব্যাট করতে নামল? ল্যাঙ্গার কী করতে চাইছে? টিম ম্যানেজমেন্টই বা কী করতে চাইছে? জাহির খান কী করতে চাইছে?'
নিজের ইউ টিউব চ্যানেল চিকি চিকায় এমন মন্তব্য করেন শ্রীকান্ত। অনুষ্ঠানের হোস্ট, তাঁর ছেলে অনিরুদ্ধ প্রশ্ন করেন, পন্থকে এত নীচে নামানোর সিদ্ধান্ত কার ছিল? তাই জবাবে শ্রীকান্ত বলেন, 'আমি জানি না। অনেকে বলছে ঋষভ পন্থ ব্যাট করতে নামতে চেয়েছিল, কিন্তু ওরা অনুমতি দেয়নি। কিন্তু ও অধিনায়ক। ওর কেন ব্যাট করতে যাওয়ার জন্য অনুমতি লাগবে? তবে দিনের শেষে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সবাই ওখানে ছিল। ল্যাঙ্গারও ছিল। ওর কি বুদ্ধি নেই? ল্যাঙ্গার, জাহির এবং পন্থ ওখানে বসে ছিল। ওদের কারোর কি কোনও বুদ্ধি নেই?' কয়েকদিন আগে এই প্রসঙ্গে মুখ খোলেন অনিল কুম্বলে। তিনি মনে করেন, পন্থ আগেই নামতে চেয়েছিল। কিন্তু তাঁকে পরের দিকে নামানোর সিদ্ধান্ত ল্যাঙ্গার এবং জাহিরের মধ্যে কারোর একজনের ছিল।
