আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর সঙ্গে নাকি রয়েছে অস্কার ব্রুজোর পারিবারিক যোগ? কিন্তু কিভাবে? শুরু হয়েছে দেবীপক্ষ। বাংলায়‌ দুর্গাপুজো নিয়ে চলছে মাতামাতি। চারিদিক জুড়ে উৎসবের আমেজ। পুজোর ছুটিও কাটাচ্ছে সবাই। তবে বিশ্রাম নেই ইস্টবেঙ্গল দলের। সামনেই আইএফএ শিল্ড এবং সুপার কাপ। তাই চতুর্থীর দিনও জোরকদমে চলে অনুশীলন। তবে এই পুজোর আমেজে ফুটবলাররাও পাবে ছুটি। ২-৩ দিনের জন্যে পুজোর ছুটি ইস্টবেঙ্গলে। বন্ধ থাকবে অনুশীলন। তবে ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোর সঙ্গে নাকি জড়িয়ে রয়েছেন স্বয়ং মা দুর্গা! লাল হলুদের কোচ জানান, তাঁর নিজের মেয়ের নামের সঙ্গে রয়েছে মা দুর্গার নামের মিল। অর্থাৎ, মা দুর্গার নামের বিভিন্ন অর্থের মধ্যে একটি অস্কারের মেয়ের নামের সঙ্গে তাৎপর্যপূর্ণ। এর আগেও বহুবার দুর্গা ঠাকুর দেখতে গিয়েছেন তিনি। এই বছরেও দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে কোচ অস্কার সহ পুরো দলের।

বৃহস্পতিবার রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন করল লাল হলুদ ব্রিগেড। দুপুর থেকেই আকাশ মেঘলা। বেশ কয়েকবার বৃষ্টি হলেও বিশ্রাম নেই ইস্টবেঙ্গলের অনুশীলনে। প্রকাশিত হয়েছে আসন্ন সুপার কাপের গ্রুপ। যেখানে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যার ফলে সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। তাই বাড়তি তাগিদ নিয়েই অনুশীলনে লাল হলুদ। তবে সুপার কাপের আগে সুখবর রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। আগামী ২-৩ দিনের মধ্যেই চোট সরিয়ে অনুশীলনে ফিরতে চলছে লালচুংনুঙ্গা এবং সৌভিক চক্রবর্তী। চোটের জন্য দু'জন কয়েকদিন মাঠের বাইরে ছিল। এছাড়াও পুজোর পরেই শহরে আসবেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি হিরোশি ইবুসুকি। এদিন অনুশীলনে জোর ছিল ফিজিক্যাল ট্রেনিংয়ে। তারপর শুটিং ড্রিল এবং সিচুয়েশন প্র্যাকটিসের পর দুই দলে ভাগ করে ম্যাচ চলে। একটি দলে মহম্মদ রশিদ এবং সাউল ক্রেসপোকে মাঝমাঠে রেখে দল সাজান অস্কার। ডানদিকে খেলছিল মিগুয়েল। ক্রেসপো এবং রশিদকে রেখেই মাঝমাঠ সাজাতে চাইছেন অস্কার। অনুশীলনের পর তাঁদের দু'জনের সঙ্গে একান্তে কথাও বলতে দেখা যায় ইস্টবেঙ্গল কোচকে। মোহনবাগান, মহমেডান না খেললে, আইএফএ শিল্ডে একচ্ছত্র আধিপত্য নিয়েই নামবে ইস্টবেঙ্গল।