আজকাল ওয়েবডেস্ক: ভারতসেরা লাল হলুদের মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। শুক্রবার দুপুরে ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে গোকুলাম কেরলকে ৩-০ গোলে হারিয়ে খেতাব জিতল কলকাতার প্রধান। জোড়া গোল করেন এলসাদাই আচিমপং। অন্য গোলটি সৌম্যা গুগুলথের। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট লাল হলুদের মেয়েদের। তারমধ্যে রয়েছে ১২টি জয়, একটি ড্র এবং একটি হার। খেতাব জিতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করল ইস্টবেঙ্গল। এশিয়ায় মেয়েদের ফুটবলে‌ সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এটাই।

এদিন বিরতির আগেই তিন গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ২৭ এবং ৩৭ মিনিটে গোল করেন এলসাদাই। ৪২ মিনিটে তৃতীয় গোল সৌম্যার।‌ অধিনায়ক সুইটি এবং কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। ছিলেন সুব্রত পাল, আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি এবং সচিব অনির্বাণ দত্ত। ইস্টবেঙ্গল কর্তারা আগেই জানিয়েছিলেন, তাঁরা চান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে উপস্থিত থেকে বাংলার হয়ে ট্রফি গ্রহণ করুন। এদিন তাই হল। লিগে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা এলসাদাই। ১০ গোল করেন ঘানার স্ট্রাইকার। প্রথম মহিলা ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সৌম্যা গুগুলথ। তাঁর গোল সংখ্যা ৯। লিগের একমাত্র দল হিসেবে ৩০ পয়েন্ট অতিক্রম করে ইস্টবেঙ্গল। লিগের ১০ লক্ষ পুরস্কার মূল্যের পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে আরও ১২ লক্ষ আর্থিক পুরস্কার দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।

ইন্ডিয়ান উইমেন্স লিগ জয়ের পর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন লাল হলুদের মহিলা ফুটবল দল। মাঠ পরিদর্শন করেন। দীর্ঘদিন পর ইস্টবেঙ্গল তাঁবুতে জ্বলল মশাল। আইএসএলে ছেলেদের সাফল্য নেই। চরম ব্যর্থতা। তারওপর সুপার কাপের আগে বিতর্কের রেশ। যার ফলে বিদায়ঘণ্টা বেজে যায় ক্লেইটন‌ সিলভার। এমন পরিস্থিতিতে মেয়েদের খেলা দেখতে হাজির হয় বহু সমর্থক। সঙ্গে ছিল টিফো। ইস্টবেঙ্গলের ম্যাচে যুবভারতীতে টিফোর চল নতুন নয়। এদিন লাল হলুদের মহিলা দলকে সম্মান জানিয়ে ক্লাবের মাঠে টিফো নামায় ইস্টবেঙ্গল সমর্থকরা। মেয়েদের ম্যাচে সাধারণত যা চোখে পড়ে না। তবে এটাই প্রমাণ করছে, মেয়েদের ফুটবলের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এদিন খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সুপার কাপ খেলতে শনিবার দল নিয়ে ভুবনেশ্বর পাড়ি দেবেন স্প্যানিশ কোচ।