আজকাল ওয়েবডেস্ক: ২০ জুন থেকে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। তাতে রয়েছে একটি চমক। প্রথম টেস্টে সুযোগ পেলেন জেমি ওভার্টন। ফেরানো হয়েছে জেকব বেথেলকেও। ইংল্যান্ডের একদিনের দলের নিয়মিত সদস্য ওভার্টন। কিন্তু ২০২২ সালে একমাত্র টেস্ট খেলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৯৭ রান করেন। তবে ২০ জুন হেডিংলি টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট হবেন কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে আঙুল ভাঙেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ বছরের ক্রিকেটারকে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। 

ওভার্টনের সারের সতীর্থ গাস আটকিনসনও অনিশ্চিত। গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাঁর প্রথম টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েছে। চোট সারিয়ে দলে ফিরলেন ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। আইপিএল শেষ করে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন বেথেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জেতেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজে নজর কাড়েন। তিন নম্বরে নেমে তিনটে অর্ধশতরান করেন। ভারত সিরিজে তাঁর দিকে নজর থাকবে। হেডিংলি টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

ইংল্যান্ড দল: 

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জস টং, ক্রস ওকস।