আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। তার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ফকর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান। তারপর থেকেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন বাঁ হাতি। টি-২০ ক্রিকেটে ফোকাস করতে চান। কিন্তু তাঁকে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে বারণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। ফকরের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, 'ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে ও কিছুটা হতাশ।'
২০২৩ বিশ্বকাপের পর দলে জায়গা পাননি ফকর। চোটের জন্য সাইম আইয়ুব না থাকায় দীর্ঘদিন পর ৫০ ওভারের ম্যাচে সুযোগ পান বাঁ হাতি ওপেনার। কিন্তু আবার সেটব্যাক। চোট পেয়ে প্রথম ম্যাচ থেকেই ছিটকে যান। চোট-আঘাতে জর্জরিত পাক তারকা। তাই নিজের টি-২০ কেরিয়ার দীর্ঘায়িত করতে, একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চান। ২০১৯ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেট খেলেননি ফকর। সাদা বলের স্পেশালিস্ট হিসেবেই তাঁকে ধরা হয়। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানান, 'একটানা স্বাস্থ্য সমস্যা চলছে। যা ওকে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করছে। ২০২২ সাল থেকে হাঁটুর সমস্যায় ভুগছে। ও শুধু টি-২০ ক্রিকেটে ফোকাস করতে চায়।' তবে বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানায়, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে বারণ করা হয়েছে। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে একটি বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। সম্পূর্ণ ফিট এবং সুস্থ হওয়ার পরই ক্রিকেটজীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪-২৫ মরশুমে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ফকর। বাবর আজমের নির্বাচন নিয়ে টুইট করায় তাঁকে শোকজ করা হয়।
