বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান আজকাল ইউটিউবে একেবারে জমিয়ে কাঁপাচ্ছেন তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে রান্নার ভ্লগ দিয়ে। আর সেই ভ্লগের নতুন এপিসোডে দেখা গেল অভিনেত্রী ডায়না পেন্টি-কে। ফারাহ আর তাঁর সহকারী দিলীপকে তাঁর বাড়ির প্রতিটি কোণ ঘুরিয়ে দেখালেন ডায়না। আর তা দেখেই হাঁ হয়ে গেলেন ‘ম্যায় হুঁ না’-র পরিচালক। তারপরেই আসল মজা জমল তাঁদের আড্ডায়।
ফারাহ খানের নতুন ব্লগে এবার দেখা গেল এক চমক! বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টির ১০০ বছরের পুরনো মুম্বইয়ের বাড়িতে হাজির হলেন ফারাহ। আর ঢুকেই হাঁ হয়ে গেল মুখ। এমনই অবস্থা যে শাহরুখ খানের ‘মন্নত’-এর সঙ্গেও তুলনা করে ফেললেন তিনি! “এই জায়গাটা কী! মনে হচ্ছে সময়ের চাকা উল্টো ঘুরে ঔপনিবেশিক যুগে চলে এসেছি,” ডায়নার বাড়ির অন্দরে ঘুরে বেড়াতে বেড়াতে বললেন ফারাহ।

একটা পুরনো কাঠের টেবিল আর খোদাই করা আয়না দেখে তিনি জানতে চাইলেন, “এটার বয়স কত?” ককটেল অভিনেত্রীর তরফে হেসে জবাব এল, “শত বছর পেরিয়ে গিয়েছে।” ফারাহর মুখে সঙ্গে সঙ্গে পাল্টা রসিক মন্তব্য, “আরে, আমার থেকেও পুরনো! দারুণ লাগছে এমন একটা জায়গায় থাকতে, যেখানে জিনিসপত্র আমার থেকেও বেশি বয়সী!”
এরপর রান্নাঘরে পা রাখতেই উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না তিনি।“ওয়াও! এই রান্নাঘরটা একেবারে সিনেম্যাটিক!” বলে চমকে উঠলেন ফারাহ। পাশে থাকা নিজের রাঁধুনি দিলীপকে জিজ্ঞেস করলেন, “তুমি কখনও এত সুন্দর বাড়ি দেখেছ?” দিলীপের সরল উত্তর, “না ম্যাডাম, কখনও না।”
ডায়ানার কথায় জানা গেল, তাঁর এই বাড়িটা তাঁদের চার প্রজন্ম ধরে রয়েছে। “আমার প্রপিতামহের সময় থেকে, মানে ঠিক ১০০ বছর আগে থেকে আমরা এখানে আছি,” বললেন ডায়ানা। তারপর যোগ করলেন, “বাইরে একটা ফার্মও আছে।” ফারাহর চোখ গোল! “বাহ! মনে হচ্ছে মুম্বইতে নয়, অন্য জগতে চলে এলাম!” পুরো ভ্লগটা যেন এক নস্টালজিয়ার সফর। যেখানে এক শতাব্দী পুরনো ঘর, কাঠের জানলা, পুরনো আসবাব আর ইতিহাসের গন্ধ মিশে আছে আধুনিক তারকার জীবনযাপনের সঙ্গে। সবশেষে ফারাহর একটাই সংক্ষিপ্ত মন্তব্য, “মন্নতের থেকেও সুন্দর, এই বাড়িটা জীবন্ত ইতিহাস!”
বাড়ি ঘুরে দেখার সময় তাই বারবার অবাক হচ্ছিলেন ফারাহ খান। একটা ঘর দেখে তো তাঁর চমকের আর সীমা রইল না! হাসতে হাসতে বললেন, “লোখান্ডওয়ালার কোনও ডান্স স্টুডিওও এত বড় নয়! এটা তো শাহরুখ খানের মন্নত-এর লিভিং রুমের মতো বিশাল!” ফারাহর এই মন্তব্য শুনে ডায়ানা একেবারে হতবাক। বিনয়ের সঙ্গে আপত্তি জানালেও ফারাহ কিন্তু নিজের বক্তব্যে অনড়, “না না, আমি সত্যিই বলছি! শাহরুখকেও এখানে একদিন ডেকে আনতে হবে।”

এবার ডায়ানার মুখে হাসি। মিষ্টি গলায় বললেন, “আমি তো রাজি! শাহরুখকে এখানে আসতে খুবই ভাল লাগবে আমার।”
