আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের ওপর থেকে উঠে গেল ফিফার ট্রান্সফার ব্যান। ফিফার চাহিদা অনুযায়ী ১০৭ পাতার কাগজপত্র জমা করতে হয় মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে। মঙ্গলবার রাতে ফিফার নির্বাসন তুলে দেওয়া হয়। এর আগে এই নির্বাসনের কবলে পড়েছিল মুম্বই সিটি এফসি। তাঁদের ব্যান উঠতে সময় লেগেছিল প্রায় তিন মাস। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তৎপরতায় একমাসের মাথায় উঠে গেল ট্রান্সফার ব্যান। অর্থাৎ, নতুন মরশুমের আগে ফুটবলার সই করাতে কোনও বাধা রইল না। সদ্য মোহনবাগান ক্লাবে নতুন সভাপতি এবং সচিব নির্বাচিত হয়েছে। গত কয়েকদিন ধরে সেই নিয়েই উৎসব চলছে। তারই মধ্যে সমর্থকরা পেল ট্রান্সফার ব্যান ওঠার সুখবর। 

জেসন কামিন্সের সই নিয়েই ঝামেলার সূত্রপাত। ৫ মে ফিফার পক্ষ থেকে ট্রান্সফার ব্যান করা হয়। এরমধ্যে যাবতীয় কাগজপত্র ফিফায় জমা করে দেয় মোহনবাগান কর্তৃপক্ষ। যার ফলে শেষপর্যন্ত উঠে গেল ট্রান্সফার ব্যান। ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলেছে। নতুন মরশুমের দল গঠকের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। এবার ফুটবলার সই করানোয় আর কোনও বাধা রইল না। প্রসঙ্গত, ফিফার ক্লিয়ারিং হাউজ সিস্টেম থেকে মোহনবাগানের একটি সমস্যা ধরা পড়েছিল। জেসন কামিন্সকে সই করানোর পর প্রাপ্য অর্থ তাঁর পুরোনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে দেয়নি মোহনবাগান। তাই ট্রান্সফার ব্যান হয়েছিল।